পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন
'বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২৪ ডলার, প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ'
বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশে। আর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা (২ হাজার ৮২৪ মার্কিন ডলার) । আগের বছর (২০২০-২১) মাথাপিছু আয় ছিল ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা ( ২ হাজার ৫৯১ মার্কিন ডলার)।
আজ (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এটা কাঙিক্ষত। কেননা আমাদের প্রবৃদ্ধি যে বাড়ছে সেটি কেউ দ্বিমত করতে পারবেন না। হয়তো কেউ বলবেন ৭ দশমিক ১, বা ৭ দশমিক ৩ হয়েছে। কিন্তু এটা বলবেন না যে প্রবৃদ্ধি বাড়ছে না।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মানুষের মাথাপিছু আয় বেড়েছে এটা ঠিক। কেননা গত ঈদে যেভাবে গ্রামে গঞ্জে শহরে বাজারগুলোতে মানুষের ভিড় ছিল তা চোখে পড়ার মত। তবে সবার আয় এক রকম বাড়েনি। এটা হবেও না। অর্থনীতির এ পর্যায়ে বৈষম্য বাড়বেই। এটাই স্বাভাবিক। বৈষম্য ভালো। এক সময় গিয়ে এটা কমে আসবে। এখন দেখেন মানুষ খালি পায়ে থাকে না। প্রত্যেকের হাতে মোবাইল আছে, গায়ে জামা আছে। এগুলোই প্রমান করে মাথাপিছু আয় বাড়ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বছর মার্চ পর্যন্ত হিসাবে কৃষি খাতের সাময়িক হিসাবে শতকরা ২ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। এরমধ্যে শস্য উপখাতে শতকরা ১ দশমিক শূণ্য ৬ শতাংশ, পশুপালন উপখাতে শতকরা ৩ দশমিক ১০ ভাগ, বন উপখাতে শতকরা ৫ দশমিক শূণ্য ৮ শতাংশ এবং মৎস্য খাতে শতকরা ২ দশমিক শূণ্য ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
মন্ত্রী জানান, জিডিপির মোট আকার ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার। কৃষি খাতে ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে শতকরা ২ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে শস্য উপখাতে ১ দশমিক ৬ শতাংশ, পশুপালন উপখাতে ৩ দশমিক ১০ শতাংশ, বন উপখাতে ৫ দশমিক ৮ শতাংশ এবং মৎস্য খাতে ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
তিনি আরো জানান, শিল্প খাতে ২০২১-২২ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। এ ছাড়া বছর সাময়িক হিসাবে বিদ্যুৎ খাতে ৭ দশমিক ২৪ শতাংশ এবং নির্মাণ খাতে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে শিল্প খাতে গত বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ১০ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
এম এ মান্নান বলেন, সেবা খাতে ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসা খাতে ৮ দশমিক ৭২ শতাংশ, যানবাহন খাতে ৫ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক ও বীমা খাতে ৭ দশমিক ৬০ শতাংশ, শিক্ষা খাতে ৬ দশমিক ২৩ শতাংশ ও স্বাস্থ্য খাতে ৯ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে সেবা খাতে বিগত বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।