ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা
(last modified Sun, 12 Jun 2022 14:01:21 GMT )
জুন ১২, ২০২২ ২০:০১ Asia/Dhaka
  • ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারীতে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন উপ‌জেলার পূর্বাঞ্চ‌লের ‌তিন ইউ‌নিয়‌নের অন্তত ৩২ গ্রা‌মের বা‌সিন্দারা। ঢ‌লের পা‌নি প্রবেশ করায় ওই অঞ্চ‌লের ২১‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে। প্লা‌বিত হ‌য়ে‌ছে শতা‌ধিক হেক্টর জমির ফসল।

স্থানীয় বা‌সিন্দা, জনপ্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, ভা‌রী বর্ষণ ও ভার‌তের আসাম রাজ্য থে‌কে নে‌মে আসা পাহা‌ড়ি ঢ‌লে উপজেলার তিন ইউনিয়নের ৩২ গ্রামের ২০ হাজারের বে‌শি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে পাট, আউশ ধান, শাকসবজি ও তিলের খেত তলিয়ে গেছে।

যাদুরচর ইউ‌নিয়‌নের পুরাতন যাদুরচর ও চর লালকুড়া, খেওয়ারচর ও পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপ‌জেলার সদর ও শৌলমারী ইউ‌নিয়‌নের ২১টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের মা‌ঠ, বারান্দা ও শ্রেণিক‌ক্ষে পা‌নি ঢুকেছে। এলাকাগু‌লো পা‌নিব‌ন্দি হওয়ায় শিক্ষার্থী‌দের ঝুঁ‌কি নি‌য়ে বিদ্যালয়ে আসতে নিষেধ ক‌রে‌ছে কর্তৃপক্ষ। যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জা‌নি‌য়ে‌ছেন, ঢ‌লের পা‌নি‌তে তার ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ পা‌নিব‌ন্দি। খবর পে‌য়ে শ‌নিবার রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্লা‌বিত এলাকাগুলো ঘুরে দে‌খে‌ছেন। দুর্গত‌দের সহায়তায় তা‌কে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে।

রৌমারী সদর ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক বলেন, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আমার এলাকার চর নতুনবন্দর, চান্দারচর ও নওদাপাড়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঐ এলাকার মানুষ বর্তমানে নৌকা দিয়ে পারাপার হচ্ছে। রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, কয়েক দিনের টানা বর্ষণে আমার ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। আরো কয়েক দিন এ অবস্থা থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে।

মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে

এদিকে, বাংলাদেশে বর্ষা ঋতুর আগমন জানিয়ে দিয়ে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় অন্তত পাঁচটি পয়েন্টে নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র।আজ রবিবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ