সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ: রেল যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন
(last modified Sat, 18 Jun 2022 11:24:15 GMT )
জুন ১৮, ২০২২ ১৭:২৪ Asia/Dhaka

সীমান্তে ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত অবনতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তর ও  মধ্যাঞ্চলের আরও ১৭টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে।

ইতোমধ্যে বন্যার পানিতে রেল লাইন ডুবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় বন্ধ করে দেয়া হয়েছে শহরের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট শহর। এর আগে গতকাল সুনামগঞ্জের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আজ (শনিবার) সিলেটের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার গনমাধ্যমকে জানিয়েছেন, ‘সিলেট রেল স্টেশনের সবগুলো লাইন পানিতে ডুবে গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।’

বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে আগেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নেত্রকোনার বারহাট্টায় বন্যার পানির তোড়ে উপজেলার অতিতপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ৩৪ নম্বর রেল সেতুটি ভেঙে গেছে। এতে ঢাকা-মোহনগঞ্জ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারহাট্টা উপজেলার স্টেশন মাস্টার গোলাম রব্বানী। 

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। ফলে আখাউড়ার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বানের পানিতে গ্রামীণ রাস্তাঘাট, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কও অচল হয়ে পরেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট সেবাও। ফলে আক্রান্ত এলাকার বাসিন্দারা দেশে ও দেশের বাইরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে স্বজনেরা।

এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের ৮ উপজেলায় উদ্ধার অভিযানে নামানো হয়েছে সেনাবাহিনী। সিলেট জেলার সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী। এছাড়াও, সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলের আরও ১৭টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে। ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ঢলের তীব্র স্রোত দেশের কুড়িগ্রাম, নেত্রকোনা সিলেট ও সুনামগঞ্জ থেকে প্রবেশে করে ভেতরের জেলাগুলোতে এগিয়ে আসছে। ফলে জামালপুর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, লালমনিরহাট, নীলফামারি ও পাবনায় বন্যা ছড়িয়ে পড়তে পারে।

ওদিকে, দেশের নদ-নদীগুলোর পানি আরও বাড়তে শুরু করেছে। সারা দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষনাধীন ১০৯টি নদীর  মধ্যে  ৯৫টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বানের জলে মৃত্যু

সিলেটে বন্যার পানির প্রবল স্রোতে এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নলকট গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছিল।

নিখোঁজ তরুণের নাম আবদুল হাদি (১৮)। তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের প্রবাসী কাচা মিয়ার ছেলে।

নেত্রকোনার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে এক যুবক নিখোঁজের পর ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে তিনি উপজেলার চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হন। আজ বেলা ১১টা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের নাম মো. আক্কাস আলী (২৭)। তিনি দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ফলে সৃষ্ট বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর কৃষক ও রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে পৃথক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)

সিলেটের বিশ্বনাথে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে এক বছরের কন্যাশিশু। ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পশ্চিমের হাওরে নৌকা ডুবিতে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ