জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল সংলাপ শুরু: বিএনপির 'না'
(last modified Sat, 16 Jul 2022 12:27:40 GMT )
জুলাই ১৬, ২০২২ ১৮:২৭ Asia/Dhaka
  • জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল সংলাপ শুরু: বিএনপির 'না'

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য করার উপায় খুঁজতে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে আগামীকাল থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। 

এবারের রাজনৈতিক সংলাপের সূচি অনুযায়ী আগামীকাল রোববার (১৭ জুলাই) সকালে প্রথমে জাতীয়তা গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপ হবে ৩১ জুলাই বিকেলে সব শেষ বৈঠক আওয়ামী লীগের সঙ্গে। এর মধ্যে প্রতি কর্মদিবসে সকালে আলাদা করে দুই ঘণ্টায় দুই দল। আর বিকেলে দুই দলের সঙ্গে বৈঠক করবে কমিশন।

তবে ব্যতিক্রম থাকবে তিনটি রাজনৈতিক দলের ক্ষেত্রে। ২০ জুলাই বিকেলে দুই ঘণ্টা বরাদ্দ থাকবে বিএনপির জন্য। এই সুবিধা পাবে ৩১ জুলাই সকালে জাতীয় পার্টি আর বিকেলে আওয়ামী লীগও।

নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিকদলগুলোর সাথে একদফা সংলাপ হয়েছে। তবে সে আলোচনা বর্জন  করেছে প্রধান বিরোধীদল বিএনপিসহ বাম ও ইসলামপন্থী কয়েকটি দল। বিএনপি   সাফ জানিয়ে দিয়েছে, তারা নির্বাচন কমিশনের সাথে কোনোপ্রকার সংলাপে যাবে না।

নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেছেন, যেসব রাজনৈতিক দল রয়েছে, তাদের প্রস্তাব, পরামর্শ একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবে। বিএনপি এই সংলাপে অংশ না নিলেও বন্ধ হচ্ছে না আলোচনার পথ।

ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে বিএনপি এবারো সংলাপে না এল  নির্বাচন কমিশন তার রোড ম্যাপ অনুযায়ীএগিয়ে যাবে।

ওদিকে, জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশে নিযুক্ত পশ্চিমা কূটনীতিকগণ। বাংলাদেশের নির্বাচন নিয়ে কয়েকটি পশ্চিমা দেশের মতো ইউরোপীয় ইউনিয়নও এর আগে নানা মন্তব্য করেছিল। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় ।

ইতোমধ্যে বিরোধীদল বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতকদের সাথে বৈঠক করেছে।

গতকাল (শনিবার) গবেষণা প্রতিষ্ঠান সিজিএস-এর আয়োজনে আলাপচারিতায় যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি মন্তব্য করেছেন, একটি স্বাধীন সার্বভৌম দেশকে পরামর্শ ছাড়া কিছুই দেয়ার নেই। ইইউ শুধু বাংলাদেশের আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ চায়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ