জুলাই ১৭, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • আকাশ সাহা
    আকাশ সাহা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করার অভিযোগে আকাশ সাহাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খুলনা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে পুলিশ শুক্রবার (১৫ জুলাই) আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

লোহাগড়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মিজান সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার (১৬ জুলাই) দীঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলাতেই আকাশকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করার অভিযোগে শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা অবধি নড়াইলের লোহাগড়া থানার দীঘলিয়ার সাহাপাড়ায় হামলার ঘটনা ঘটে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) পাঁচ থেকে ছয়টি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় একটি মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ ইট নিক্ষেপ করে  বিক্ষুব্ধরা।

ধর্ম অবমাননার অভিযোগে আকাশ সাহা গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর গুজব ছড়িয়ে পড়ে, দীঘলিয়ার সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করেছেন। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচারের দাবিতে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে বিকেলে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ সেখানে ইট-পাটকেল ছুড়েছে বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ