নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক সেটা আমরা চাই না: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i110722
রাজনৈতিক দলসমুহের সাথে সংলাপের দ্বিতীয় দিনে এসে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ হতাশার সুরে বলেছেন, নির্বাচন নিয়ে ইসি একটা সংকটে পড়ে গেছে। একটি বড় দল বলছে, তারা নির্বাচনে অংশ নেবে না। আরেকটি দল বলছে, নির্বাচন হবে। এ নিয়ে সংকটে পড়ে গেছে ইসি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৮, ২০২২ ১৮:৩৪ Asia/Dhaka

রাজনৈতিক দলসমুহের সাথে সংলাপের দ্বিতীয় দিনে এসে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ হতাশার সুরে বলেছেন, নির্বাচন নিয়ে ইসি একটা সংকটে পড়ে গেছে। একটি বড় দল বলছে, তারা নির্বাচনে অংশ নেবে না। আরেকটি দল বলছে, নির্বাচন হবে। এ নিয়ে সংকটে পড়ে গেছে ইসি।

আজ (সোমবার) নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশে জনপ্রতিনিধিত্বমূলক সরকার হতে হবে। সেখানে নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচন যদি নির্বাচন না হয়, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, সেটা আমরা কখনও চাইব না। আপনারাও চাইবেন না।

সিইসি বলেন ‘আমরাও মনে করি, বিএনপি যদি এই নির্বাচনে অংশ না নেয়, তাহলে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সফল হবে না। নির্বাচন হয়তো আমরা করব।’

এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

সিইসি বলেন, আমাদের কোনও অনুরাগ-বিরাগ নেই। আমাদের একটাই কাজ, ভোটাদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। গ্রামে-গঞ্জে, শহরে ভোটারদের বাধা দেওয়া হলে, সেটি জানতে পারলে আইনগত ব্যবস্থা নিতে আমরা অবশ্যই সচেষ্ট হবো।

নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে হয়তো কোনও কারণে সেই ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করতে পারেনি। কিন্তু আমরা সেটি প্রয়োগ করার চেষ্টা করবো।

আগামী দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। গতকাল রোববার থেকে শুরু হওয়া সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ২ ঘণ্টা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি।

আজকের সংলাপে উপস্থিত থেকে ইসলামী ফ্রন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল  ইসির কাছে ১০টি প্রস্তাব তুলে ধরেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার কমিশনার উপস্থিত ছিলেন।

বিএনপির বক্তব্য

ওদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা দক্ষিণের এক সম্মেলনে আবারো স্পষ্ট করে বলেছে, প্রধান নির্বাচন কমিশন বা বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। 

ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন ধরনের নীলনকশা করেছে। আর এই নীল নকশা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।’

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘অবৈধভাবে টিকে থাকার জন্য ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিহীনভাবে নির্বাচন করেছে আওয়ামী লীগ। ২০১৮ সালে মিড নাইট নির্বাচন করেছে। এইবার একটা অন্য ধরনের পরিকল্পনা তাদের আছে।

অপরদিকে, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ সিইসি’র সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক দলের সাথে আলোচনায় সিইসি সকালে এক কথা বলেন আবার বিকেলে বলেন আর এক কথা। 

ওবায়দুল কাদের

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়: ওবায়দুল কাদের

জনগণের ভোটে নয় বিএনপি বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (সোমবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

'বর্তমান নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা নেই'- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সব সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়।’

তিনি বলেন, ‘আসলে দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনও বিশ্বাস নেই।’

‘বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনও নির্বাচন হবে না’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচনে আসে না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও সুযোগ নেই।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।