আগস্ট ২৯, ২০২২ ১৮:৫১ Asia/Dhaka
  • বাংলাদেশে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, অব্যাহত রয়েছে করোনার প্রবাহ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ২০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। 

আজ সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২০১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৫২ জন। নতুন ২০১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৯ শে আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৫ হাজার ৬৯৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৫ হাজার ৫ জন।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪৩  

ওদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যায়নি। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। আর এ যাবত মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই থাকছে ।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

ট্যাগ