রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটে ভোট করতে রাজি কমিশন: সিইসি
(last modified Wed, 07 Sep 2022 12:40:17 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৮:৪০ Asia/Dhaka
  • সিইসি কাজী হাবিবুল আউয়াল
    সিইসি কাজী হাবিবুল আউয়াল

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে ব্যালটে ভোট করতে রাজি কমিশন।

আজ (বুধবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সরকার যদি আর্থিক সংকটের কারণে ইভিএমে ভোটের বাজেট না দেয়, তাহলে ইভিএমে ভোট হবে না।

এর আগে গতকাল (মঙ্গলবার) দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি যে কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে। আমরা আবারও একটি ব্যর্থ নির্বাচনের কবলে পড়ব, যা জাতি হিসেবে আমাদের চরম সংকটের দিকে ধাবিত করবে।

ওই বিবৃতির জবাবে আজ সিইসি বলেছেন, ‘ইভিএমের কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। ‘

সিইসি বলেন, ‘ইভিএম যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়।

তিনি দাবি করেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে।’  

ব্যালটেও তেমন কোনো সুবিধা নেই জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘ব্যালটে পরাজিত প্রার্থী আদালতে মামলা করে ভোট পুনরায় গণনা করে জয়ী হয়েছে বিগত ৫০ বছরে এমন নজির নেই।

গত জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে নির্বাচন কমিশন। যেখানে আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের মতামত দেয় নিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা। তবে বেশিরভাগ দল ভোটে ইভিএম ব্যবহার না করার অনুরোধ করেছে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কিছু রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে ইসির সংলাপে।

অবশেষে, ইসির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে- আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/৭  

ট্যাগ