দূর্মূল্যের বাজারে ওষুধের বাড়তি দাম,রোগির ভোগান্তি সৃষ্টি; অনৈতিক বলছে ক্যাব
(last modified Tue, 06 Dec 2022 11:23:06 GMT )
ডিসেম্বর ০৬, ২০২২ ১৭:২৩ Asia/Dhaka

বাংলাদেশে প্রায় সব ধরনের ওষুধের দাম বেড়েছে। স্যালাইন থেকে শুরু করে জরুরি-অজরুরি সব। দেশে চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে এমন অবস্থায় ঠেকেছে যে,অধিকাংশ মানুষের পক্ষেই সুষ্ঠু বা প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ব্যয় বেশি হওয়ায় মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন অনেকেই। একটু ভালো বোধ হলেই আর ওষুধ খান না বেশির ভাগ মানুষ। কারণ ওষুধের দাম বেশি। এমন অবস্থায় আবারো বেড়েছে ওষুধের দাম।

কিছু কোম্পানির সুপারিশের ভিত্তিতে ২০ জেনেরিকের ৫৩ ব্র্যান্ডের ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য,বাংলাদেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য তালিকাভুক্ত ১১৭টি ওষুধের দাম বাড়ানোর ক্ষমতা সরকারের হাতে রয়েছে তবে ওষুধের এ মূল্যবৃদ্ধির আগে অন্তত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মানুষকে তা অবহিত করার নিয়ম। অথচ এ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা, তখন কোনোরকম পূর্বঘোষণা ছাড়াই শুধু কোম্পানিগুলোর সুপারিশের ভিত্তিতে ৫৩টি ওষুধের দাম বৃদ্ধি মোটেই কাম্য নয় বলে মনে করছেন সাধারণ ভোক্তারা

এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকার উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার নেতাকর্মীরা ওষুধের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে। সেখানে বক্তারা বলেন, ওষুধের দাম হয়ত বাড়ানো যেতে পারে, তবে এভাবে অযৌক্তিক দাম বৃদ্ধি করায় সাধারণ রোগীরা  পড়েছেন বিপাকে এটা বেঁচে থাকার অধিকারকে ক্ষুন্ন করে বলে অভিযোগ করেন সংগঠনের বক্তারা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চলতি বছরের মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩০ শতাংশ। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও মূল্যস্ফীতির উল্লম্ফন ঘটেছে। এমন পরিস্থিতিতে ওষুধের দাম বৃদ্ধিকে একধরণের অনৈতিক ব্যবসায়িক দুশ্চিত্র বলে মন্তব্য করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, করোনা পরবর্তী গেল দু-তিন বছরে মানুষের আয় বাড়েনি। এ অবস্থায় ওষুধ কোম্পানিগুলোর অতি লোভের কারণে দাম বাড়ানো হচ্ছে ,যা ভোক্তার অধিকার উপেক্ষার শামিল বলে মনে করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সভাপতি গোলাম রহমান ।#

 

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ