রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে একসাথে কেউ পুরো মাসের পণ্য কিনবেন না। এতে করে পণ্যের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা।
বাণিজ্যমন্ত্রী বলেন, এক মাসেরটা রেগুলার কিনলে পরে এই চাপটা হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। সব সময় লক্ষ্য করে দেখা গেছে রমজানের প্রথম সাত দিনেই বেশি ক্রাইসিস থাকে। কারণ, রমজানের আগে থেকে ৭ দিনে কিনে নিলে তারপর ৭-৮ দিন চলে যায়। পরে পন্যমূল্য স্বাভাবিক হয়ে আসে। তাই রমজান মাসের সময় সবাইকে হুড়মুড় করে এভাবে বাজারে ঝাঁপিয়ে না পড়ার আহবান জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কিভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি, যে হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপন্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। #
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।