'ক্লাব গঠনের উদ্যোগ নিঃসন্দেহে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে সহায়তা ভূমিকা রাখবে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i119126
জনাব, আসসালামু আলাইকুম। প্রথমেই রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কলাকুশলীকে জানাই আইআরআইবি ফ্যন ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৩ ২০:০৩ Asia/Dhaka
  • 'ক্লাব গঠনের উদ্যোগ নিঃসন্দেহে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে সহায়তা ভূমিকা রাখবে'

জনাব, আসসালামু আলাইকুম। প্রথমেই রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কলাকুশলীকে জানাই আইআরআইবি ফ্যন ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

গত ৩০ জানুয়ারি ঢাকা সেনানীবাসের সম্মানিত শ্রোতা সোহেল রানা হৃদয় ভাইয়ের একটি মেইল প্রিয়জনে প্রচার হয়েছে। হৃদয় ভাই ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোর শ্রোতাদের নিয়ে 'আইআরআইবি ফ্যান ক্লাব, ঢাকা' নামে একটি শ্রোতা ক্লাব গঠন করতে চান। ওনার এই উদ্যোগকে আমরা 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই।

একইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাঁরা 'আইআরআইবি ফ্যান ক্লাব' গঠন করতে আগ্রহী তাদেরকেও 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাবে।

নতুন ক্লাব গঠনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তা রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি ও সংযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।

নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। তার ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় আইআরআইবি ফ্যান ক্লাব গঠিত হয়েছে, আগামীতে আরো গঠিত হবে। এরইমধ্যে চট্টগ্রামসহ বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন জেলা উপজেলা থানা ইউনিয়ন এবং গ্রামভিত্তিক অনেকেই আইআরআইবি ক্লাব গঠন করার পরিকল্পনার কথা আমাকে জানিয়েছেন।

আবার কেউ কেউ ক্লাব করবেন বলে ঘোষণা দিয়েও সীমাবদ্ধতার কারণে এখনো পর্যন্ত গঠন করতে পারেননি। আশা করি আগামীতে ক্লাবগুলো গঠিত হবে এবং আমরা ক্লাবগুলোর তৎপরতা রেডিও তেহরানের মাধ্যমে জানতে পারব।  

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের মূলনীতি হচ্ছে ঘরে ঘরে রেডিও তেহরানকে পরিচয় করে দেওয়া। এ কাজে যারাই এগিয়ে আসবেন তাদের পাশেই আমরা সহযোগিতার হাত বাড়াবো- ইনশাআল্লাহ। আপনারা যেকোনো গঠনমূলক কর্মকাণ্ড ও পরিকল্পনা নিয়ে আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের সাথে আলাপ করুন। আমরা রেডিও তেহরান কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করব।

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ সব সময় কুইজ, প্রবন্ধ, রচনা প্রতিযোগিতা এবং অসহায় মানুষকে সহায়তা করার জন্য বদ্ধপরিকর। আমাদের সামর্থ অনুযায়ী আগামীতেও তা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

পারস্য উপসাগরের তীরবর্তী দেশ ইরান থেকে ইথারে ভেসে আসা ধ্বনি বাংলা ভাষাভাষী সকল জনপদে ছড়িয়ে পড়ুক- এ প্রত্যাশা করে এবং আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে

 

যুবরাজ চৌধুরী

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১