সব বাঁধা পেরিয়ে রেলকে লাভজনক করেছে সরকার: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i119466-সব_বাঁধা_পেরিয়ে_রেলকে_লাভজনক_করেছে_সরকার_প্রধানমন্ত্রী
বাংলাদেশ রেলওয়ের ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায়, নবনির্মিত ৬০ দশমিক ২০ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রেলপথ উদ্বোধন করেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka

বাংলাদেশ রেলওয়ের ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায়, নবনির্মিত ৬০ দশমিক ২০ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রেলপথ উদ্বোধন করেন তিনি।

টঙ্গী-জয়দেবপুর রেলওয়ে স্টেশন,কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বাধন করে তিনি বলেন, বিএনপি জোট সরকার লাভজনক খাত রেলকে ধ্বংস করেছিলো। কিন্তু সব বাঁধা পেরিয়ে বর্তমান সরকার রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে।

এদিকে, এই তিন প্রকল্পের উদ্বোধনে খুশি রেলপথের যাত্রীরা। রেললাইনগুল চালু হাওয়ায় এ পথের যাত্রীদের ভোগান্তিমুক্ত চলাচল করতে পারবে। পাশাপাশি সময়ের সাথে অর্থের অবচয় কমে আসবে বলে মনে করেন তারা।  ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত, মোট ৪২ কিলোমিটারের মধ্যে, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল রেললাইন উদ্বোধনের ফলে, এ পথে যাতায়াতকারীদের আর সিগনাল ভোগান্তিতে পড়তে হবে না।  পাবনার রূপপুর এলাকার বাসিন্দা হামিদুল বলেন, এই রেল লাইন উদ্বোধনের কারণে তারা নতুন সম্ভাবনার যুগে প্রবেশ করেছেন। কিন্তু এই রেলের পরিষেবা আরো সহজ নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে।

আর গাজীপুরের জয়দেবপুর থেকে মাহিন জানান এই রেল পথের উদ্বোধনের ফলে সারাদেশের যাত্রীদের ভোগান্তি দূর হবার পাশাপাশি সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। তবে সেবা নিশ্চিতে অবশ্যই মনোযোগী হতে হবে রেলের কর্মকর্তাদের। যাত্রীরা বলেন, সরকারের ভাল উদ্যোগ থেকেও অনেক সময় সেবা বঞ্চিত হন সাধারণ মানুষ। এজন্য সেবা খাতের কর্মকর্তা কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে বলেও মনে করেন তারা। পাবনার ঈশ্বরদী থেকে রুপপুর পর্যন্ত চালু হলো, ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ২৬ কিলোমিটার রেলপথ। এছাড়া,ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে মন্দবাগ ও কুমিল্লার শশীদল থেকে রাজাপুর পর্যন্ত, ডাবল লাইনে ৩২ কিলোমিটার দীর্ঘ রেলপথের উদ্বোধন করা হয়েছে।#

পার্সটুডে/বাদশাহ রহমান /বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।