এপ্রিল ২২, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ

রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকাল-বিকালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কোথাও ছিল না পর্যটক। বালুচরের পর্যটন ছাতাগুলো একদম খালি পড়ে রয়েছে। রমজান উপলক্ষে সাগরপারের শতকরা ৯০ ভাগ হোটেল-মোটেল বন্ধ ছিল।

এবার রমজানের মন্দা কাটিয়ে পর্যটন ব্যবসায় চাঙাভাব ফেরার প্রত্যাশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদের ছুটি উপলক্ষ্যে পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে নতুন রূপে সেজেছে কক্সবাজারের হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলো।

অপরূপ সৌন্দর্যের নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। যেখানে পাহাড়, সাগর ও প্রকৃতির রয়েছে এক অপরূপ মিতালী। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা। রয়েছে সাগরের সামনে বিশাল বালিয়াড়ি। এই বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া। দলবেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক।

ঈদে এবার লম্বা ছুটি। তাই পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে হোটেল-মোটেল ও রিসোটগুলোতে আশানুরূপ বুকিংও হয়েছে।

ঈদ উপলক্ষে সব প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছেন রিসোর্ট আইল্যান্ডিয়া ও কুটুমবাড়ী রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন নুরুল কবির পাশা পল্লব।

হোটেলের কক্ষ ভাড়ার ওপর ডিসকাউন্ট দেয়ার পাশাপাশি, খাবার তালিকায়ও বৈচিত্র্য থাকবে বলে নিশ্চিত করেছেন কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান।

পর্যটন নগরীতে চারদিকে সাজসাজ রব। ৫ শতাধিক হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলোতে এসেছে নতুনত্ব। ঈদের ছুটিতে সাধারণত ৭ থেকে ১০ দিন কক্সবাজার পর্যটকে ভরপুর থাকে। ফলে ভালো কিছুর প্রত্যায় আছেন ব্যবসায়ীরা।

এদিকে ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম। তিনি বলেন, ঈদ উদযাপন এবং ঈদ-পরবর্তী ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারে আসবেন। ওই সময়ে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টিমগুলো বিচ বাইকে এবং সাদা পোশাকে পুরো সৈকতজুড়েই পেট্রোলিং করবে। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২২

ট্যাগ