জুন ২৬, ২০২৩ ১৭:০৩ Asia/Dhaka
  • পশুর হাটে অতিরিক্ত হাসিল নিলে কঠোর ব্যবস্থা- র‍্যাব: জালনোটের বিরুদ্ধে হুঁশিয়ারি আইজিপির

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে থাকবেন ডিআইজিরাও, জালনোটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন আইজিপি।

কোরবানির ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবার সড়কে থাকবে ওসি থেকে ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা। এরপরেও কোথাও  কোন সমস্যা দেখা দিলে দ্রুত জরুরি সেবার ৯৯৯ এ কল করতে জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী স্থায়ী পশুরহাট সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন নেক সময় অভিযোগকারীদের যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল টহল টিমও। যাতে দ্রুত সময়ে অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা গ্রহণ করা যায়। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন না চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে পরিবহন মালিক শ্রমিকদের সতর্ক করেন আইজিপি। বলেন, যাত্রী হয়রানির কোন অভিযোগ পেলে কঠোর শাস্তি দেয়া হবে অভিযুক্তকে।

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে জালটাকার কারবারীরা যথেষ্ট তৎপর জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাল টাকার কারবারীরা কোনোভাবে ছাড়া পাবেন না। গত দুই মাসে ৩  কোটি ৬১ লাখ জাল টাকা উদ্ধার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অজ্ঞানপার্টি মলমপার্টি, ছিনতাইকারিসহ যারা প্রতারণার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলছে। আইজিপি বলেন, ঈদে যারা ঢাকা শহর ছেড়ে ঈদ করতে গ্রামের বাড়িতে যাবেন, তারা নিজেদের প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মূল্যবান জিনিসপত্র সযত্নে ও নিরাপদে রেখে যাবেন। কেউ কোনো সমস্যায় পড়লে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। 

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সড়ক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। মার্কেটে চুরি-ডাকাতি ঠেকাতে পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে। কেউ ভোগান্তিতে বা প্রতারিত হলে অপরাধের শিকার হলে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে জানান পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে, দেশের কোথাও কোন হাটে পশু বেচাকেনায় অতিরিক্ত হাসিল আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, কোরবানির হাটগুলোত হাসিল ঘরে অনেকে প্রতারিত হচ্ছেন, অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ এসেছে। হাটগুলোতে র‌্যাবের মোবাইল টিম কাজ করছে। অতিরিক্ত হাসিলের অভিযোগ এলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৬

ট্যাগ