জুলাই ০২, ২০২৩ ১৭:১৮ Asia/Dhaka
  • কারো প্রেসক্রিপশনে নয়, সংবিধান অনুযায়ীই হবে নির্বাচন: ওবায়দুল কাদের

কারো প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করছেন বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে এবং তা হবে সংবিধান অনুযায়ী।

আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন । বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতার সীমা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলের কণ্ঠ, বিরোধী কণ্ঠ, তারা নির্বাচনে ব্যর্থ। ১০ ডিসেম্বর দখল করে ১১ তারিখ থেকে খালেদার হাতে দেশ থাকবে এমন অনেক লাগাম ছাড়া কথাও তারা অনেকবার বলেছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবী করেছেন ঈদে মানুষ ঘরমুখো হলেও নিজ জেলা গ্রামে তারা নিরাপদ ছিল না।  

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করে বলেন, তৃনমূল গ্রামে ক্ষমতাসীনদের বিভিন্ন সংগঠনের কারনে আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। মানুষ বাড়িতে ফিরেও স্বস্তিতে ছিল না। তিনি বলেন, এই ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবনহানি ঘটেছে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাফেলতির কারণে। বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ারও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ