জুন ২৯, ২০২৩ ১৮:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৯ জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

 
  • গরু বিক্রির টাকা লুটল ডাকাতেরা, একজনকে পিটিয়ে হত্যা, চারজনকে ফেলে গেল রাস্তায়- প্রথম আলো 
  • ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি: ফখরুল-যুগান্তর
  • আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই : কাদের-দৈনিক নয়াদিগন্ত
  • মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • রাজনীতি- টার্নিং পয়েন্ট জুলাই-মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • ২১ লক্ষ টাকায় বিক্রি হল রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি -আনন্দবাজার পত্রিকা
  • ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন দিল্লি, সুপার স্পাই ডোভালকে ফোন রুশ কর্তার-সংবাদ প্রতিদিন
  • রাহুলের কনভয়ে বাধা, কপ্টারে চূড়াচাঁদপুরে যাবেন কংগ্রেস নেতা- দৈনিক পুবের কলম

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

গরু বিক্রির টাকা লুটল ডাকাতেরা, একজনকে পিটিয়ে হত্যা, চারজনকে ফেলে গেল রাস্তায়

ঢাকায় পশুর হাটে গরু বিক্রি করে সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে একটি ট্রাকে বাড়িতে ফিরছিলেন পাঁচ ব্যবসায়ী। গাজীপুরের চন্দ্রা পার হওয়ার পর ওই ব্যবসায়ীদের মারধর শুরু করে ট্রাকে থাকা ছদ্মবেশী ডাকাত দল। মারধরের একপর্যায়ে এক ব্যবসায়ী মারা যান। পরে বাকি চার ব্যবসায়ীকে আহত অবস্থায় সড়কের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে গরু বিক্রির টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

গতকাল বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকা থেকে নিহত ব্যবসায়ী সাহিদুল ইসলামের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।

নিহত সাহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাই গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন সারিয়াকান্দির নিজবলাই গ্রামের রেজাউল করিম (৬০), আব্দুস ছালাম (৭০), তাঁর ছেলে সবুজ হোসেন (৩৫) ও সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের ইউনুস আলী (৩০)। ইউনুস আলী ও সবুজ হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কেনার লোক নেই, লাখ টাকার গরুর চামড়া ৫০০!

বগুড়ায় চামড়া কেনার মানুষ পাচ্ছেন না কোরবানিদাতারা। সকালে নামাজ শেষে কোরবানির পর অনেকের বাড়িতেই পড়ে আছে চামড়া, কিন্তু দাম বলতে যায়নি কেউ। কিছু এলাকায় সকালে ক্রেতারা ঢুকলেও বেলা বাড়ার পর আর দেখা মেলেনি তাদের। বেলা ১২টা পর্যন্ত কোরবানি করা পশুর যে চামড়া ৮০০ টাকা দাম বলা হয়, সাড়ে ১২টার দিকে তার দাম নেমে যায় ৫০০ টাকায়।ফড়িয়া ও মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, চামড়া কিনে মূল বাজারে তা বিক্রি করতে পারবেন কি না, সেই শঙ্কা রয়েছে। গত বছর যে দামে তারা মাঠ পর্যায় থেকে চামড়া কেনেন তার অর্ধেক দামে আড়তে বিক্রি করত হয়। সেই লোকসানের আশঙ্কাতেই এবার মাঠে নেই তারা।

বগুড়ার বিভিন্ন এলাকার ঘুরে কোরবানিদাতা, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্রই উঠে এসেছে। বেলা ১১টার পর থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে

আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই : কাদের-দৈনিক নয়াদিগন্ত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষেদেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এ জন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি: ফখরুল   

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি।

বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসগুলোর দাম অনেক কম ছিল সেগুলোর দাম এখন আকাশচুম্বি। যেমন আদার দাম এক লাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়ে গেছে। এ ছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ জন্য নিম্ন ও মধ্যম আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে যা করেছে, তা যদি তারা বুঝতে পারে, তারা যদি ফিরে আসে, তাদেরকে আমরা সাধুবাদ জানাব।

বিএনপির মহাসচিব বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ। অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা।

মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এ উপহার পাঠানো হয়। সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে এ উপহারসামগ্রী পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সব মানুষের জন্য উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। সঙ্গে তারা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

রাজনীতি- টার্নিং পয়েন্ট জুলাই-মানবজমিন

ঈদের পর নয়া অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশের রাজনীতি। একদফা আন্দোলনে সর্বাত্মকভাবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও অতীতে দলটির ঈদের পর আন্দোলন নিয়ে অনেক ট্রল হয়েছে। তবে বিএনপি নেতারা বলছেন এবার তারা সিরিয়াস। সরকারের পতন ছাড়া অন্য কোনো দাবিতে বিএনপি আর আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই মাসেই বিএনপি এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। যুগপৎ আন্দোলনে সক্রিয় অন্যদলগুলোও এক দফা আন্দোলনে নামছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামার চেষ্টা করছে জামায়াতও।

বিএনপির কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক মাস ধরে পুরোদমে শান্তি সমাবেশ করে আসছে আওয়ামী লীগ।  সামনের দিনগুলোতে এ কর্মসূচি আরও জোরদার করা হবে।
জুলাইয়ের মাঝামাঝি  ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও সহসাই ঢাকা সফর করতে পারে। মাঠ এবং কূটনীতির টেবিলে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জুলাই মাস।

রাহুলের কনভয়ে বাধা, কপ্টারে চূড়াচাঁদপুরে যাবেন কংগ্রেস নেতা- দৈনিক পুবের কলম

কুকি এবং মেইতে জনজাতির সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সেখানকার পরিস্থিতি। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতি-শুক্র, দু দিনের একগুচ্ছ কর্মসূচি নিয়ে সে রাজ্যে গিয়েছেন রাহুল। তবে সফরের সূচনাতেই বিপত্তি। পরিকল্পনা মতোই শরণার্থীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাহুল।

অভিযোগ, পথে বাধা দেওয়া হয় রাহুলের কনভয়কে। কে সি বেণুগোপাল ইতিমধ্যে জানিয়েছেন, ইম্ফল থেকে ২০-২৫ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলার বিষ্ণুপুর এলাকায় রাহুলের কনভয় আটকানো হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই আটক করা হয়েছিল। সূত্রের খবর, কনভয়ে বাধা পাওয়ার পর রাহুল ইম্ফলে ফিরে যান। এবং সড়ক পথে যাওয়ার পরিবর্তে কপ্টারে চূড়াচাঁদপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন। চূড়াচাঁদপুরে গিয়ে ত্রাণ শিবির পরিদর্শন করার কথা রাহুলের। কথা বলবেন ত্রাণ শিবিরে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে। 

২১ লক্ষ টাকায় বিক্রি হল রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি -আনন্দবাজার পত্রিকা

আজ থেকে ৯৩ বছর আগেকার কথা।

হলদে রঙের কাগজজুড়ে তাঁর সংবেদনশীল মননের ছোঁয়া। সম্প্রতি নিলামে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা সেই দুর্লভ একটি চিঠি। বিক্রি হল প্রত্যাশার চেয়েও সাতগুণ বেশি দামে। তাঁর লেখা ছোটগল্পের কয়েকটি ইংরেজি অনুবাদ অপছন্দ হওয়ায়, ১৯৩০ সালের ৩ জানুয়ারি সত্যভূষণ সেনকে এই চিঠি লিখেছিলেন রবি ঠাকুর। নিলামের উদ্যোক্তাদের ধারণা ছিল, চিঠিটি ২ থেকে ৩ লক্ষ টাকায় বিক্রি হতে পারে। কিন্তু সকলকে রীতিমতো চমকে দিয়ে ২১-২২ জুন অনলাইনে একটি 'আর্ট অকশন'-এ চিঠিটির আকাশছোঁয়া দর ওঠে। অবশেষে ২১ লাখ ১২ হাজার ২১২ টাকায় বিক্রি হয়।

চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাঁর লেখা ছোটগল্পের কিছু ইংরেজি অনুবাদ পছন্দ হয়নি। ইংরেজি সাহিত্য-অনুরাগীরা এই অনুবাদ পছন্দ করছেন না, তার প্রমাণ রয়েছে তাঁর কাছে। চিঠিতে তিনি আরও জানান, সেই সময়ের ইংরেজি সাহিত্যের লেখার ধরনের সঙ্গে তাঁর ছোটগল্পের ইংরেজি অনুবাদের ধরনের কোনও মিল নেই। শিক্ষাবিদদের ধারণা, সম্ভবত সত্যভূষণের অনুবাদ মনের মতো হয়নি বলেই এই চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ। 

উল্লেখ্য, এই অকশনেই ১৯৪১ সালে নন্দলাল বসুর আঁকা একটি ছবিও ছিল। কৃষ্ণর মাখন চুরির দৃশ্যের সেই ছবি বিক্রি হয়েছে ৬৪ লাখ ৭৮ হাজার ৫২৫ টাকায়।

ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন দিল্লি, সুপার স্পাই ডোভালকে ফোন রুশ কর্তার-সংবাদ প্রতিদিন

ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন ভারত। গোটা ঘটনাবলির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। রাশিয়ার ‘তখত’ আচমকা উলটে গেলে পরিস্থিতি যে অত্যন্ত জটিল হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এই প্রেক্ষাপটেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা বললেন রুশ নিরাপত্ত পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার ডোভালের সঙ্গে ফোনে কথা হয় পাত্রুশেভের। ইতিমধ্যে এই ফোনালাপ নিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া। জানানো হয়েছে, দিল্লি ও মস্কোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতেই এই আলাপ। দ্বীপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপরও জোর দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ওয়াগনার (Wagner Group) বিদ্রোহে উদ্বিগ্ন ভারত। গোটা ঘটনাবলির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। বর্তমানে মস্কোয় কী পরিস্থিতি তা নিয়েই আলোচনা হয়েছে ডোভাল ও পাত্রুশেভের মধ্যে।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওয়াগনার বাহিনী যে এইভাবে ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহ করে মস্কোর দিকে অগ্রসর হবে, সেই গোয়েন্দা তথ‌্য নাকি হোয়াইট হাউস এবং পেন্টাগনে কয়েক দিন আগে পৌঁছেছিল। মার্কিন প্রশাসন ওই তথ‌্য পেয়েও চুপ করে ছিল। মার্কিন প্রশাসন নাকি চাইছিল, রাশিয়ায় যা ঘটে ঘটুক। শেষ মুহূর্তে পুতিন পরিস্থিতি কিছুটা সামলে নেওয়ায় হতাশ আমেরিকা ও ইউরোপের কূটনৈতিক মহল। হতাশা গ্রাস করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনীয় সেনাকেও। কিন্তু ভারত এতে খুশি। কারণ বন্ধু পুতিন ক্ষমতায় থাকুন এটাই চাইছে নয়াদিল্লি। তাঁর জায়গায় ওয়াগনার প্রধান প্রিগোজিনের মতো কেউ মসনদে বসলে নয়াদিল্লি-মস্কো সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।#

 

ট্যাগ