জুলাই ০৮, ২০২৩ ১৭:৩৪ Asia/Dhaka
  • বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ মানা হবে না: পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

সংঘাত এড়াতে নির্বাচনে সবদলের অংশগ্রহণের আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.আব্দুল মোমেন।তিনি বলেছেন,গত কয়েকবছরে অনেক নির্বাচন হয়েছে।দু-একটি বাদে সবক’টি নির্বাচেই স্বচ্ছ হয়েছে দাবী করে ভবিষ্যতেও নির্বাচন স্বচ্ছ হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সবদলের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানিয়েছেন তিনি।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব আয়োজিত মতবিনমিয় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন,সরকার ফ্রি-ফ্রেয়ার নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।সরকার কোন বড় দলকে বাদ দিয়ে নির্বাচন যেতে চায় না।তবে কোন দল নির্বাচনে না এলে সরকারের কিছুই করার নেই।তিনি বলেন,বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে।কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন,যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। তাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, কেউ এসে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করুক, এগুলো আমরা মেনে নেব না।

বিএনপিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপ কার সঙ্গে করব? সন্ত্রাসীর সঙ্গে কথা বলব না। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কোনো সংলাপ ভালো অর্জন হয়েছে কী জানা নেই। আমাদের দেশে একটা নেতিবাচক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, নির্বাচনে বিদেশিদের ডেকে এনে দেখানো। ভবিষ্যতে এ ধরনের অপসংস্কৃতির চর্চা বন্ধ করতে হবে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। #

পার্সটুডে/বাদশা রহমান//৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ