বাধ্য হয়েই সরকার পতনের আন্দোলনে বিএনপি: মির্জা ফখরুল
(last modified Mon, 10 Jul 2023 11:18:02 GMT )
জুলাই ১০, ২০২৩ ১৭:১৮ Asia/Dhaka
  • বাধ্য হয়েই সরকার পতনের আন্দোলনে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকটা বাধ্য হয়েই সরকার পতনের আন্দোলনে যাচ্ছে বিএনপি। সরকার সচেতনভাবে গণতন্ত্রকে অসুস্থ করেছে তাই ১২ জুলাই থেকে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে দলটি।

আজ সোমবার সকালে,রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন,সরকার বিরোধীদলকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলের অংশ হিসেবে প্রশাসনে রদবদল করছে সরকার। তবে দেশের জনগণ, ক্ষমতাসীনদের সেই পরিকল্পনা সফল হতে দেবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে দেশ মুক্তিযুদ্ধ হয়েছিল। তবে সেই গণতন্ত্রই আজ দেশে অনুপস্থিত।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ক্ষমতাসীন সরকার। খালেদা জিয়া কারো দয়া চাননি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চিকিৎসকরা বারবার তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলছেন। কিন্তু সরকার তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। #

পার্সটুডে/বাদশাহ রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ