নিকট ভবিষ্যতে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে
(last modified Fri, 01 Nov 2024 08:59:36 GMT )
নভেম্বর ০১, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • নিকট ভবিষ্যতে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা করেছেন যে, তার দেশ নিকট ভবিষ্যতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে। 

গতকাল (বৃহস্পতিবার) বেলারুশে অনুষ্ঠিত ইউরেশিয়ান নিরাপত্তা সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, নিকট ভবিষ্যতে সই করার জন্য চুক্তিটি প্রস্তুত করা হচ্ছে। এই চুক্তি দুই পক্ষের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করবে। পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে। 

গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ব্যাপারে একটি প্রস্তাবে অনুমোদন দেন। সে সময় তিনি ইরানের সাথে এ ধরনের চুক্তি করার জন্য একটি ডিক্রিতে সই করেন। এরপর গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকট ভবিষ্যতে এই কৌশলগত চুক্তি সইয়ের ঘোষণা দিলেন।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ানকে একটি পূর্ণাঙ্গ চুক্তি সইয়ের বিষয়ে দাওয়াত দিয়েছেন। পুতিন বলেন, তেহরান-মস্কো সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। 

অনেকদিন থেকেই ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে কাজ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১

ট্যাগ