শেষ হল ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ! শেষ দিকে হিরো আলমের ওপর হামলা; গ্রেফতার ২
(last modified Tue, 18 Jul 2023 11:25:25 GMT )
জুলাই ১৮, ২০২৩ ১৭:২৫ Asia/Dhaka

ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট আগে স্বতন্ত্র প্রার্থী হিরোআলমের ওপর হামলার ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে আলোচিত এই উপনির্বাচন।

গতকাল (সোমবার)  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। তিনি জানান, আজ  ১২-১৪ শতাংশ ভোট পড়েছে । ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। একটি কেন্দ্রে কিছু একটা ঘটেছে, তার মানে নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। হিরোআলমের ওপর হামলার প্রসঙ্গে বলেন,একজন স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে পুলিশকে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছি।

এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সন্দেহজনক হিসেবে দুইজনকে আটক করেছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের। সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কিছু উপস্থিতি। তবে কোন কেন্দ্রেই দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন।

সকাল সাড়ে আটটায়, মাটিকাটা ক্যান্টনমেন্টের শিশু মঙ্গল স্কুলে ভোট দিতে যান জাতীয় পার্টি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিসুর রহমান। এরপর,সকাল ১১ টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। ভোটের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান,শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে,কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় ভোটার হওয়ায় বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেছেন কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি ভোটার কিংবা প্রার্থীদেরও। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকায় নির্বিঘ্নে ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা। তাদের প্রত্যাশা বিজয়ী প্রার্থী এলাকার উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করবেন। ঢাকা-১৭ আসনে মোট ১২৪ টি কেন্দ্রে ৬’শ বুথে দিনভর চলে ভোট গ্রহন। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ