আগস্ট ০৩, ২০২৩ ২২:০০ Asia/Dhaka
  • নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল
    নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল

এশিয়া কাপের আগে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘চোট থাকায় দলের কথা চিন্তা করে আমি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই দলের জন্য ভালো হয়। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনিও বুঝেছেন ব্যাপারটা।’

নতুন অধিনায়কের নাম পরে ঘোষণা করবে বিসিবি। চোট থেকে সেরে উঠতে তামিমের আরও কিছুটা সময় প্রয়োজন। যে কারণে খেলতে পারবেন না এশিয়া কাপে। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী টাইগার ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন।

গত সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে চিকিৎসা ঢাকায় ফেরেন তামিম। ব্যথা প্রশমনে তার শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সামনের ব্যস্ত সূচির ধকল না নিয়ে তামিম নিজেকে ফিট করতে সময় নিচ্ছেন মেডিকেল বিভাগের পরামর্শে।

২০২০ সালের মার্চে মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে দলের দায়িত্ব নেন তামিম। ৩ বছর ভালোভাবেই বাংলাদেশ দলকে এগিয়ে নিয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ