নভেম্বর ২০, ২০২৩ ১৯:৩২ Asia/Dhaka
  • বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পরাজয়কে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলায় অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এমপি ওই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ওই ইস্যুতে নাম না করে বিজেপিকে টার্গেট করেছেন।

তৃণমূল এমপি মহুয়া মৈত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তায় বলেছেন, ‘আহমেদাবাদ স্টেডিয়ামের নাম বদলে ফেলা হল। ভারত বিশ্বকাপ ফাইনাল হারল  জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এমপি মহুয়া মৈত্র

আসলে দেশের যেকোনও সাফল্যের কৃতিত্ব হিন্দুত্ববাদী গেরুয়া শিবির নিজের নামে করে নেয়, আর ব্যর্থ হলেই বল ঠেলে দেয় কংগ্রেস দলের দিকে- এমন অভিযোগ বারবার তুলেছে কংগ্রেস শিবির। সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। একইসঙ্গে অবিজেপিশাসিত রাজ্যগুলোকে চাপে ফেলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে (সিবিআই/ইডি) নিজেদের মতো করে কাজে লাগাচ্ছে মোদী সরকার- এ অভিযোগেও বিদ্ধ কেন্দ্রীয় সরকার। সেই বিষয়টি নিয়েও ‘ইডি’ প্রসঙ্গ উল্লেখ করে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি।

অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এমপি বলেছেন, টিম ইন্ডিয়া দুর্দান্ত খেলছিল। দলটি ১০টি ম্যাচে জিতেছে, কিন্তু ১১তম ম্যাচে হেরেছে। রাউত বলেন,  টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে,  ‘বিজেপি’ তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিতে  প্রস্তুত ছিল। তিনি বলেন,  ভারতীয় দলের পরাজয়ে সবাই শোকাহত।

শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এমপি আরও বলেন, ‘সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়েছে। কারণ, সেখানে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করতে হবে, এবং বিশ্বকাপ জিততে হবে। বিশ্বকাপ জিতলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই জিতেছে। মোদীজি ছিলেন সেজন্যই জিতেছে। এটা পর্দার আড়ালে বিজেপির অনেক বড় গেমপ্ল্যান চলছিল। কিন্তু এটা দুর্ভাগ্যের যে, আমাদের খেলোয়াড়রা ভালো খেলার পরেও আমরা পরাজিত হয়েছি।’  

অন্যদিকে, উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যত বিতর্কিত মন্তব্য করে বলেছেন, রোববার সম্পন্ন হওয়া একদিনের বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের জয়ের জন্য ভারতীয়রা তার আরাধ্যের কাছে প্রার্থনা করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের জয়ের জন্য প্রত্যেক ভারতীয় তার দেবী, দেবতা, গুরু এবং ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। কিন্তু সুদূর অস্ট্রেলিয়া থেকে ভারতে ক্রিকেট খেলতে আসা দলটি ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে গেছে।

বিজেপি’র ওই বিধায়ক হিন্দুদের দেবতা সম্পর্কে এমন মন্তব্য করেছেন যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে পোষ্টটি ভাইরাল হওয়ার সাথে সাথেই বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ তার পোষ্ট মুছে দিয়েছেন। কিন্তু ততক্ষণে অনেকেই স্ক্রিনশট নিয়েছিলেন, যা এখন ভাইরাল হচ্ছে। 

বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ বলেছেন, ভারতে যদি দেবী, দেবতা বা ভগবান থাকত এবং ভাল বা খারাপ কিছু করা তাদের নিয়ন্ত্রণে থাকত, তবে সমগ্র দেশকে হতাশ করে তারা কী ভারতীয় দলকে হারাতে দিত? বিজেপি বিধায়ক শুধু এখানেই থেমে  থাকেননি, বাগেশ্বর ধাম সরকারের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এবং জিজ্ঞাসা করেছেন কোথায় গেছে আজকের ভগবান, ধামের লোকেরা? 

বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশের এ ধরণের মন্তব্যে হিন্দুত্ববাদী গেরুয়া শিবিরে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপির বিধায়ক শ্যাম প্রকাশের বিরুদ্ধে পাল্টা কটাক্ষও শুরু হয়েছে। লক্ষ্মী নামে একজন ব্যবহারকারী লিখেছেন,  হিন্দু দেব-দেবীদের নিয়ে উপহাস করা বিজেপি বিধায়কের বিরুদ্ধে বুলডোজারের ব্যবস্থা কে নেবে? অন্য একজন লিখেছেন, 'এ ধরণের লোকদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত। সব মিলিয়ে ওই ইস্যুতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ