সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • আইনমন্ত্রী আনিসুল হক
    আইনমন্ত্রী আনিসুল হক

সরকারি চাকরির নীতিমালা ভঙ্গ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার করায়’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ, সরকারের একজন প্রতিনিধি হয়ে, সরকার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী সরকারী চাকুরীজীবি তার হেড অব ইনষ্টিটিউশনের অনুমতি নিয়ে কাজ করতে হয়। তিনি সেই শৃঙ্খলাও তিনি ভঙ্গ করেছেন

এদিকে, অপর একপ্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের ছয় মাসের মেয়াদ শেষ হবে। তবে তাকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ