সর্বশক্তি দিয়ে গণতন্ত্র ফেরানোর লড়াই করবে বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i128284-সর্বশক্তি_দিয়ে_গণতন্ত্র_ফেরানোর_লড়াই_করবে_বিএনপি
আর ঘরে বসে থাকার সময় নেই, তাই রাজপথে নেমে সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৭:২০ Asia/Dhaka
  • সর্বশক্তি দিয়ে গণতন্ত্র ফেরানোর লড়াই করবে বিএনপি

আর ঘরে বসে থাকার সময় নেই, তাই রাজপথে নেমে সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই। রাষ্ট্র এখন যন্ত্রণা ও অত্যাচার-নিপীড়নের কারখানায় পরিণত হয়ে গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো নিজেরাই নিজেদের স্বাধীনতা শেষ করেছেন। সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি।

এদিকে, বিএনপির টানা ১৫ দিনের কর্মসূচির প্রতিবাদে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মাহবুবুল আলম হানিফ

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের সঙ্গে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। রাজধানী ও সারাদেশে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে, ৪ অক্টোবর পর্যন্ত। এসময় বিএনপি জামায়াতের অপরাজনীতি রোধে, দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। #

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/১৯