২০১৪ ও ২০১৮’র নির্বাচনে বিতর্কের কারণেই ইসি'র ওপর চ্যালেঞ্জ বেড়েছে: সিইসি
(last modified Sun, 01 Oct 2023 11:25:06 GMT )
অক্টোবর ০১, ২০২৩ ১৭:২৫ Asia/Dhaka
  • ২০১৪ ও ২০১৮’র নির্বাচনে বিতর্কের কারণেই ইসি'র ওপর চ্যালেঞ্জ বেড়েছে: সিইসি

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের কারণেই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে, সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন।

আজ (রোববার) সকালে রাজধানীর আগারগাঁও ইসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন এই কমিশনের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ।

সিইসি বলেন, আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটি যেন তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে দেশে যে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর বিতর্কের চাপ বর্তমান কমিশনের ওপর পড়েছে। এজন্য এই কমিশনের দায়িত্ব অনেক বেশি।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনাদের মনে রাখতে হবে, ক্রেডিবল বলে একটা শব্দ আছে। এই শব্দটা শুধু আমাদের দেশের আইনে নয়, সব দেশের আইনে এবং আন্তর্জাতিক যে আইসিসিপিআর আছে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস, সেখানেও ডেমোক্রেসির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে; নির্বাচনগুলো ক্রেডিবল হতে হবে। ক্রেডিবল তখনই হবে যখন আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতা প্রতিপাদিত করতে পারব।

ডিজিটাল প্রযুক্তি থাকায় এটা সম্ভব মন্তব্য করে হাবিবুল আউয়াল বলেন, মিডিয়ার কর্মীরা তাৎক্ষণিক তথ্যগুলো ধারণ করে সরাসরি সম্প্রচার করতে পারেন। এদিক থেকে জবাবদিহিতা অনেক সহজ হয়ে গেছে এবং নির্বাচনের স্বচ্ছতা, এটা শুধু অবাধ হবে তা না—এটা স্বচ্ছভাবে হচ্ছে দেখা যেতে হবে।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ