নির্বাচনের বৈধতা নয়, আইনি দিকটা দেখবে নির্বাচন কমিশন: সিইসি
(last modified Wed, 04 Oct 2023 12:43:03 GMT )
অক্টোবর ০৪, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka

নির্বাচনে বৈধতার বিষয় নয়, আইনি দিকটা দেখবে নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ (বুধবার) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে না, এ বিষয়ে সরকারকে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। আর পোলিং এজেন্টদের বিষয়ে কোন অভিযোগ কিংবা সমস্যা থাকলে তাদের অর্থাৎ সম্ভাব্য পোলিং এজেন্টদের তালিকা নির্বাচন কমিশনকে দেয়ার অনুরোধ জানান সিইসি। বলেন, কাউকে গ্রেফতার করতে হলে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে গ্রেফতার করুন। ভোট গ্রহণের দিনে কোন পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে গ্রেফতার করা যাবে না।

এসময়ে সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে কমিশনের উপরে চাপ অনেকটা কমিয়ে আসবে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে অংশ নিয়ে সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন,

আরেক সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানমও অংশ নিয়ে বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে বর্তমান কমিশন বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এতে তারা সেভাবে সাড়া দিচ্ছে না। এটা অনেকটাই হতাশাজনক।

সুধীজনের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের আওতায় ৯শ’র বেশি নির্বাচন হয়েছে। সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাই বাংলাদেশের ইতিহাসে বর্তমান নির্বাচন কমিশন বেস্ট বলে দাবি করেন তিনি।

আলোচনার এক পর্যায়ে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রশ্ন রেখে বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা এমন কি কাজ করেছে কমিশন? অনেককে বলতে শুনেছি আমরা নাকি লোকদেখানো কাজ করছি। তবে কমিশন তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থাই তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রস্তুত করছে।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৪

 

ট্যাগ