ঢাকা ও চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণে পুলিশের বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙ্গতে মাঠে নামছে পুলিশ
নানা অযুহাতে দফায় দফায় নিত্য পন্যের দাম বৃদ্ধির পর এখন তা অনেকটা নিয়মিত হয়ে গেছে। কারনে অকারনে পন্যের দাম বৃদ্ধি করা হলেও ভোক্তা অধিকার সেখানে নিষ্পেষিত।
দেশজুড়ে আলোচনা সমালোচনা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নানা উদ্যোগ, ভোক্তাঅধিকারের অভিযানের লাগাম টানতে পারেনি পন্যমূল্যর নিয়ন্ত্রনে। এরপরে দাম বেঁধে দিয়েও চেষ্টা দতবির কম হয়নি নিত্যপণ্যের উর্দ্ধমূখি দরের পাগলা ঘোড়ার লাগাম টানতে। কিন্তু সেখানে ব্যবসায়ীরা সরকারের সেই সিদ্ধান্তকেও গ্রাহ্য করেনি, বরং ব্যাখ্যা দিয়েছেন অতিরিক্ত ক্রয়মূল্যর কারনে তারা বেঁধে দেয়া দামে পন্য বেচতে পারবেন না। এমন সিদ্ধান্তের মাসাধিকাল পরে এসে এবার নিত্যপণ্যের বাজারে উর্দ্ধমূল্য ঠেকাতে মাঠে নামছে পুলিশ।
বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে মনিটরিং কমিটি রয়েছে, তাদের সঙ্গে পুলিশও থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা জানান।
যে কোনো সিন্ডিকেট ও অপতৎপরতার কারনে বাজার অস্থির হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, বাজারে কোনো জিনিসের স্বল্পতা নেই। কিন্তু কিছু কিছু বিষয়ে স্বার্থান্বেষী মহলের কারণে সংকট তৈরি হয়। নির্বাচন সামনে রেখে বাজার অস্থিতিশীলতার শঙ্কা রয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। তবে সমন্বয়ের কিছুটা অভাব রয়েছে। বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ি নেতৃবৃন্দও তাদের বিভিন্ন পরামর্শ ও মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরেন।
এদিকে একই দিনে বন্দর নগরী চট্টগ্রামেও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৈঠক করেছেন বাজার নিয়ন্ত্রন তদারকি নিয়ে। সেখানেও বাজার ব্যবস্থাপনার মাঠ পর্যায়ের বক্তব্য তুলে ধরেন ব্যবসায়িরা। আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, দোকানে পণ্যের মূল্য তালিকা রাখা নিশ্চিত করতে হবে, তাহলে কেউ আর অহেতুক দাম বাড়ানোর সুযোগ পাবে না। পাশাপাশি ব্যবসায়িদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান সিএমপি কমিশনার। মুক্ত বাজার অর্থনীতিতে পণ্য মূল্য নজরদারি করা যায়, কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু জেল-জরিমানা ও পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কোনো সমাধান নয়। প্রয়োজন ব্যবসায়িদের নৈতিকতা বোধের উন্নয়ন ও দেশের প্রতি দায়িত্বশীল আচরন। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।