নির্বাচনকে সামনে রেখে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি
(last modified Tue, 17 Oct 2023 12:54:53 GMT )
অক্টোবর ১৭, ২০২৩ ১৮:৫৪ Asia/Dhaka

চলতি মাসেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে '৯০-এর গণঅভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন আহমেদ মণি' স্মরণে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

'বিরোধী দলের আন্দোলনে সরকার পাগলপ্রায়' মন্তব্য করে দুদু বলেন, শাপলা চত্বরে যে ভয়ানক কাণ্ড ঘটানো হয়েছিল, তা এখন স্বীকার করছে ক্ষমতাসীনরা।

অপর দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের বেশিরভাগ মানুষের আস্থার দল আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই জানিয়ে, বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হানিফ আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা করলে, কঠোর হবে সরকার।

'আওয়ামী লীগ ভোট চুরি করে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে হানিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে। আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন কোরে, বৈধভাবে দেশ চালাচ্ছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের এমন সব পাল্টা পাল্টি বক্তব্যে মাঠে রাজনীতি অনেকটা সহিংস হওয়ার শংকা তৈরি হয়েছে। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা নিয়ে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

আজ (মঙ্গলবার) সকালে, রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সম্প্রীতি বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের একথা বলেন তিনি। সচিব আরো বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। তবে নির্বাচনের আগেও পরে, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায়, কমিশন প্রস্তুত রয়েছে। এসময় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ২০০১ সালে নির্বাচনের পর, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন-নিপীড়ন হয়েছিল, সেই রুপ আর দেখতে চান না তারা।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ