বাড়ছে অ্যাপভিত্তিক প্রতারণা, লাভের লোভে প্রতারিত হচ্ছেন বাংলাদেশের মানুষ
(last modified Wed, 25 Oct 2023 12:25:46 GMT )
অক্টোবর ২৫, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka

প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি জুটিয়েছে নানা সমস্যাও। একসময়ে অনলাইন কেনায় প্রতারণা শুরু করে বিভিন্ন চক্র। হাতিয়ে নিতে শুরু করে মানুষের অর্থ। যদিও এরপরেও বিভিন্ন নিত্য উপায়ে প্রতারণায় জড়াচ্ছে চক্রগুলো।

দেশে ই-কমার্স ব্যবসায়কে অনাস্থায় বসিয়ে দিতে কম চেষ্টা করেনি চক্রের সদস্যরা। আর এতে করে ঢাকার খিলগাঁওয়ের শ্রাবন্তির মত করে অনেক ক্রেতাদের আর্থিক ক্ষতিও কম হয়নি। তবে এবার প্রতারণার নতুন ফাঁদ শুরু হয়েছে অ্যাপভিত্তিক ঋণ সেবা। ঢাকায় বসে, চীনের এসব অ্যাপে টার্গেট করা হয়, পাশের দেশের নাগরিকদের। ঋণের প্রলোভন দেখিয়ে, ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, প্রতারক চক্র। মাঝেমধ্যে অভিযান চালালেও, অপকর্ম পুরোপুরি বন্ধ করতে পারছে না, আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতারণার নতুন ফাঁদ অ্যাপভিত্তিক ঋণ সেবা। অ্যাপের নাম ফানডোরা ক্রেডিট। তবে ডাউনলোড করলেই বিপদ। মোবাইল ফোনের সব ডাটার নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। প্রথমে নামমাত্র ঋণ দিলেও কিছুদিন পর খোলস ছেড়ে বেরিয়ে আসে প্রতারকের আসল চেহারা।

নির্দিষ্ট পরিমাণ কিস্তি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকে ব্ল্যাকমেইলিং। যাদের টার্গেট পার্শ্ববর্তী দেশের নাগরিক। যেখানে আছে প্রতারকদের লোকাল এজেন্টও।

প্রতারণার শিকার এমনই নাম পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, ওরা দেখায় ০.৫ শতাংশ ইন্টারেস্টে ২ থেকে ৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে। ঋণ নেয়ার জন্যে যখন ব্যক্তিগত সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয় তখন তারা ৫ দিন সময় দেয়। ৫ দিন পরে এই টাকার দ্বিগুণ পেমেন্ট করতে হয়। কাস্টমার যদি পেমেন্ট না দিতে পারে সেক্ষেত্রে উল্টা-পাল্টা ছবি বানিয়ে হোয়াটস অ্যাপে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হয়।

চীনভিত্তিক অ্যাপটির প্রতারণার আখড়া ঢাকার একটি কল সেন্টার। অ্যাপের মাধ্যমে তারা ঋণ দেয়, আর সে লোন এই কল সেন্টারের মাধ্যমে কালেকশন করা হয়। নিবন্ধনহীন এসব কল সেন্টারে বেশ কয়েকবার অভিযান চালিয়েও অপকর্ম পুরোপুরি বন্ধ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কল সেন্টার কেন্দ্রিক যে প্রতারণা সেগুলোর খবর আমরা যখনই পাচ্ছি আমরা বিটিআরসির ম্যাজিস্ট্রেট এবং বিটিআরসি কর্মকর্তাসহ আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতারিতরা কেউ অভিযোগ করেন না জানিয়ে, সতর্ক থাকার পরামর্শ র‍্যাবের এ কর্মকর্তার।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ