নভেম্বর ১০, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka

নির্বাচনে, ভোটারদের ভোট প্রয়োগের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত মাঠ প্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় সিইসি বলেন,নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন। তাই এর গুরুত্ব অনুধাবন করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি। মূল চাওয়াটা হচ্ছে ভোটাধিকার যেন ব্যাহত না হয়। ভোটাররা যেন ভোট দিতে পারেন। এই জিনিসটা আমরা দেখতে চাই।

নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে। প্রতিদিন পক্ষে-বিপক্ষে বক্তব্য হচ্ছে। একটা ডাইমেনশনও পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী বলেও জানান সিইসি। এর আগে মাঠ প্রশাসনের কর্মকর্তারাও তাদের প্রতিক্রিয়া জানান আলোচনা অংশে।

শারমিন মুরশিদ 

তবে গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি। ভোটাররা যেন ভোট দিতে পারেন। সিইসির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতী’র প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, ভোটই তো করা হয় গণতান্ত্রিক মতামত তুলে ধরার জন্য। তবে এখানে সিইসি গণতন্ত্রের চেয়ে ভোটের বা নির্বাচনে গুরুত্ব বেশি বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট না। কারণ যেখানে গণতন্ত্র থাকে না সেখানে ভোটের বিষয়টিইতো অপ্রাসঙ্গিক।#  

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ