এনআইডি জটিলতায় অবৈধ হয়ে পড়ছেন অনেক প্রবাসী, দূতাবাসের মাধ্যমে সংশোধনের সুযোগ দাবি
(last modified Sat, 11 Nov 2023 12:48:45 GMT )
নভেম্বর ১১, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka

প্রায় দেড় কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিটেন্স গতিশীল করছে দেশের অর্থনীতির ভিতকে। কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধারা বিদেশের মাটিতে নানা সমস্যায় ভোগেন বিশেষ করে পাসপোর্ট জটিলতা, পু:ন প্রিন্ট। এর পেছনে জড়িত রয়েছে জাতিয়পরিচয় পত্রের সমস্যা।

পাসপোর্ট সমস্যা দূতাবাসের মাধ্যমে সমাধান করা গেলেও, জাতিয়পরিচয় পত্রের সমস্যা সমাধানে প্রবাসীদের যেতে হয় বাংলাদেশে, যা সবার পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না।তাই বিদেশে বসেই দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র -এনআইডি সংশোধনের সুযোগ চান বিভিন্ন দেশের প্রবাসীরা। আজ  শনিবার সকালে  ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা। ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলনে প্রবাসীরা বলেন, বর্তমানে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের সুযোগ থাকলেও প্রবাসে সে সুযোগটি নেই। ফলে তাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। যে কারনে বিদেশে অবৈধ হয়ে পড়ছেন অনেকে এমনটা জানিয়েছেন, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক আবু তাহির। জাতীয় পরিচয় পত্র জটিলতায় দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। সমাধানের দাবি জানিয়ে আসলেও প্রতিকার মিলছে না। আবার যেটুকু কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে, তাও বাস্তবায়নের মুখ দেখেনি। এমন পেক্ষাপটে বিপদে পড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। সমস্যার সমাধান না করা গেলে রেমিট্যান্স প্রবাহ কমতে পারে বলেও শঙ্কা অনেক প্রবাসীর। এমনটা জানিয়েছেন, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক লুৎফর রহমান বাবু। 

এনআইডি জটিলতায় পাসপোর্টের তথ্য সংশোধন করতে না পারলে অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকিতে রয়েছেন কয়েক হাজার বাংলাদেশী। জানালেন ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম পরিচালক এনআই মাহমুদ। এমন হলে রেমিট্যান্স প্রবাহ হ্রাস পাবে বলেও মনে করেন এসব ইউরোপ প্রবাসী। দূতাবাসের মাধ্যমে প্রবাসে থেকেই যাতে এনআইডি সংশোধন করা যায়, সেই সুযোগের দাবি জানিয়েছেন রেমিটেন্সযোদ্ধারা। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে জাতিয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া সহজ হবে এমন প্রত্যাশা কোটি প্রবাসীদের।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ