নভেম্বর ১৬, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বুধবার সন্ধ্যা ৭ টায়। ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

এরপরে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন,  মত পরির্বতন করে ভোটে এলে স্বাগত জানানো হবে তাদের। এসময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসারও আহ্বান জানান তিনি। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে,হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে না বলে দাবী ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

এদিকে, তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও তার মিত্ররা। বুধবার তফসিল এর প্রতিবাদে এবং অবরোধের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনে মিছিল বের করে বিএনপি ও সমমনা দলগুলো।

নির্বাচনমূখী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ের খুব আলোচিত নাম বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু হঠাৎ করেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটির নীতি নির্ধারনী মহল ওয়াশিংটন প্রশাসন। এজন্য তিনি জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্রে রওয়ানা হয়ে গেছেন। যা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

তফসিল ঘোষণা পরবর্তী সামগ্রীক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, তফসিল ঘোষনার পরে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য না। কারণ এর মাধ্যমে কোন গণতান্ত্রিক আচরণের প্রকাশ হয়নি দলটির। রাজনীতির একছচ্ছত্রতা দেশের সামগ্রিক পরিস্থিতিকে ক্ষতি করে বলে মনে করেন সাইফুল হক। আর পিটার হাসে হঠাৎ ওয়াশিংটন যাওয়াকেও রাজনীতি কোন ইঙ্গিত বলেই মনে করছেন এই বাম নেতা। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৬

ট্যাগ