নভেম্বর ২৯, ২০২৩ ২১:৩২ Asia/Dhaka
  • ফিলিস্তিনের মুক্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল

ফিলিস্তিন মুসলিম জাতির অস্তিত্বের প্রশ্ন। আজ মানবতার বুলি আওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। একই সাথে ক্ষমতার লোভী আরব নেতারাও কিছু বলছেন না, যা মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্বমোড়লদের কায়েমী মানবাধিকারের প্রতি ধিক্কার জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছেন। বিশ্ব মোড়লরা যে দখলদারিত্বকে বৈধতা দিচ্ছে তার অবসান অতি সন্নিকটে বলেও দাবি করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মিছিল

মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদ ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ফিলিস্তি শিক্ষার্থীরাও। তাদেরই একজন ইসাহক বলেছেন, আমরা ৭৫ বছর ধরে ইসরাইলের এই বর্বর হামলার শিকার হচ্ছি। প্রত্যেক দিন আমরা আমাদের জমি হারাচ্ছি, জীবন হারাচ্ছি এবং মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা হারাচ্ছি। গত দুই মাস ধরে আপনার যা দেখছেন তা শুধু এর একটি অধ্যায় মাত্র। সমাবেশের পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মিছিল বের করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে তুর্কি, হিব্রু, গ্রিক এবং আরবিসহ মোট ১৪টি ভাষায় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কবিতা, গানসহ ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন। #

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/২৯

ট্যাগ