প্রতীক বরাদ্দ শেষে প্রচারণা শুরু প্রার্থীদের, ভোটের দিন সকালেই যাবে ব্যালট: সিইসি
(last modified Mon, 18 Dec 2023 13:56:55 GMT )
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৯:৫৬ Asia/Dhaka

প্রতীক বরাদ্দের পর থেকেই আজ (সোমবার) আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মনোনয়ন বৈধ ও চূড়ান্ত হওয়া প্রার্থীরা। এর মধ্য দিয়েই নির্বাচনী ডামাঢোল অলি গলি আর মাঠে গড়াবে। যদিও এর আগেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম তোলা ও জমা থেকে শুরু করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে অনানুষ্ঠানিক প্রচারনায় রয়েছেন।

সভা-সমাবেশ ও মিটিং মিছিল করে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এসব ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে শোকজও খেয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী অনেক প্রার্থী।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তাদের রাজনৈতিক কর্মসূচি এখনো অব্যাহত রেখেছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মিত্ররা নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনী কার্যক্রমে শুরু করে। আর এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর নির্ধারিত দিনে মনোনয়ন গ্রহণ শেষ করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা গতকাল রবিবার শেষ হয়েছে।

মনোনয়ন পত্র চুড়ান্ত করে প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে নেমে মাগুরা ১ আসনের প্রার্থী ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, জনগণের কাছেই আছে জনপ্রতিনিধি নির্বাচনের ম্যান্ডেট, তাই সেই জনগণের কাছে পৌঁছাতে চান তিনি। আর তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উপহার চায় দেশর মানুষ। সে কারণেই তারা নির্বাচনে আছেন।

মাগুরা ১ আসনের আওয়ামী লীগের আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন সাকিব আল হাসান

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেন্দ্রে কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানো হলে নির্বাচনের ফেয়ারনেস নিয়ে সংশয় কিছুটা কমবে। তাই বেশিরভাগ কেন্দ্রে সকালেই ব্যালট পেপার পাঠানো হবে। এতে স্বচ্ছতা বাড়বে বলে মনে করেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে দুর্গম ও পাহাড়ি এলাকার রিটার্নিং কর্মকর্তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বলে জানান সিইসি।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ