জানুয়ারি ১৭, ২০২৪ ১৮:৩৯ Asia/Dhaka
  • দ্বাদশ জাতীয় নির্বাচন ছিলো একপাক্ষিক ও পাতানো, অভিযোগ টিআইবি’র

গেলো ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক’ ও ‘পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ নির্বাচন ছিলো বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলেছে এই নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচনে শেষের এক ঘণ্টায় ১৫.৪৩ শতাংশ ভোটসহ মোট ৪১.৮ শতাংশ ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে বলেওে মনে করছে সংস্থাটি। বিএনপিসহ ১৫টি নিবন্ধিত দলের অনুপস্থিতি ও তাদের নির্বাচন বর্জনের কারণে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি বলে দাবি তাদের।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক মাহফুজুর হক, নেওয়াজুল মওলা ও সাজেদুল ইসলাম। এটি তাদের নির্বাচনকেন্দ্রিক প্রাথমিক গবেষণা প্রতিবেদন। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে টিআইবি।

গবেষণায় সারা দেশের ৫০টি সংসদীয় আসনকে দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করে সেগুলোর নির্বাচনের বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল বিষয়ের তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।#

 

পার্সটুডে/বাদশা রহমান/এমবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ