বিশেষ নিরাপত্তা আয়োজন ডিএমপি’র
শেষ মুহূর্তের প্রস্তুতিতে সরগরম অমর একুশে গ্রন্থ মেলা, শুরু পহেলা ফেব্রুয়ারি
বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার বাকি আর মাত্র কয়েকদিন। তাই বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলার প্রস্তুতি চলছে জোরেসোরেই।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এখন বইমেলার স্টল তৈরির ব্যস্ততা। পাঠক দর্শনার্থীদের আকর্ষণ বাহারি কারুকার্যে সাজানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীর স্টল। ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরা। প্রকাশকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট নকশায় তৈরি হচ্ছে কাঠামো। একাধিক কাজ পাওয়ায় নির্ধারিত সময়ে শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকে। মূল মঞ্চের কাজও চলছে জোরেশোরে।
'পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারির বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। দর্শনার্থীদের সুবিধায় বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানকে ৪টি চত্বরে সাজানো হয়েছে। থাকছে ডিজিটাল দিক নির্দেশনা। এবারের বইমেলায় ৫৭৩টি প্রতিষ্ঠানকে ৭০৪ ইউনিট ও ৩৮ টি প্যাভিলিয়ন বরাদ্ধ দিয়েছে বাংলা একাডেমী। এনিয়ে প্রকাশক ও স্টলমালিকদের রয়েছে নানা প্রতিক্রিয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বই মেলায়। রমনা কালী মন্দিরের পাশে সাধুসঙ্গ এলাকায় স্থাপন করা হবে ‘শিশু চত্বর’। এছাড়াও বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর ১১টি বিভাগে ১৬ জনকে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গবেষণা, অনুবাদ, নাটক, শিশুসাহিত্য বিভাগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র, জীবনী ও লোককাহিনী ইত্যাদি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ দেওয়া হবে।
এদিকে বর্তমান পরিস্থিতি এবং বইমেলা এলাকায় মেট্রোরেল পরিচালনার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ বিবেচনায় মেলার নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিগত বছরের মতো সব ব্যবস্থা নিয়েছে। তবে বইমেলা মাঠের ভেতরে ও বাইরে ডিএমপি ইউনিফর্ম এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এবং মেলার আশেপাশের সবকিছু পর্যবেক্ষণের জন্য একটি ওয়াচ টাওয়ার এবং ফায়ার টেন্ডার স্থাপন করা হচ্ছে। এছাড়া মেলার মাঠ ও এর আশপাশ সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলে জানিয়েছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এর বাইরে মেলার নিরাপত্তায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। থাকছে সিসি ক্যামেরাসহ কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা। #
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।