ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka

বাংলাদেশ থেকে গত বছর বিদেশে গেছেন ১৩ লাখের বেশি কর্মী, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। বছরটিতে ২০২২ এর তুলনায় প্রবাসে কর্মসংস্থান বেড়েছে ১৩ শতাংশ। তবে প্রবাসী আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে দেশের ব্যাংকগুলোর প্রতি আস্থা কমে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমেছে, এমনটা বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-রামরু। হুন্ডি বন্ধ না হলে এ প্রবাহ আরও কমবে বলেও জানায় সংস্থাটি। 

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার বৈদেশিক মুদ্রা। আর এই বিদেশি মুদ্রার প্রাণশক্তি হিসেবে কাজ করছেন প্রবাসীরা। তবে গেল বছর রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে পাঠানো হলেও সেই হারে বাড়েনি রেমিট্যান্স প্রবাহ। ব্যাংক গুলোর প্রতি অনাস্থার কারণে বাড়ছে অবৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা। এসব তথ্য জানিয়েছেন অভিবাসন খাতের গবেষণা প্রতিষ্ঠান রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী। 

গেল ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ অভিবাসন হয়েছে ২০২৩ সালে। তারপরও রেমিট্যান্স সংকটের জন্যে শ্রমিকদের স্থায়ী হতে না পারার কারণকেও উল্লেখ করছে সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী।

এদিকে কিছু দেশে দক্ষ কর্মী গেলেও সেখানে তাদের মধ্যে আইন অমান্যের প্রবণতা রয়েছে, বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিম রেজা। 

উল্লেখ্য, ২০২৩ সালে বিদেশে যাওয়া অভিবাসীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা। এরপরেই ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, টাঙ্গাইল, চাঁদপুর, কিশোরগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকা জেলা রয়েছে। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২

ট্যাগ