উন্নয়নের নতুন সম্ভাবনায় দেশের দক্ষিণাঞ্চল
ভোলায় খনিজসম্পদ গ্যাস কাজে লাগিয়ে সার-কারখানা স্থাপনের উদ্যোগ
বাংলাদেশের ভোলায় মজুদ থাকা খনিজসম্পদ গ্যাস কাজে লাগিয়ে সার-কারখানার উদ্যোগ নেয়া হয়েছে। এর ওপর নির্ভর করে শিল্পনগরী হতে পারে দ্বীপজেলা ভোলা। তাই উপকূলীয় অঞ্চলে অর্থনীতিতে ভূমিকা রাখতে দ্রুত এসব বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভোলার বোরহান উদ্দিনে ১৯৯৫ সালে গ্যাসের সন্ধান পায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাপেক্স। বর্তমানে গ্যাস উত্তোলন করে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র শিল্প কারখানা ও আবাসিকে সংযোগ দেয়া হয়েছে। এখনো বিপুল পরিমাণ গ্যাস মজুদ থাকায় গ্যাসভিত্তিক সার-কারখানার পরিকল্পনা করছেন সরকার। সম্প্রতি এ লক্ষ্যে শিল্পমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল ভোলার কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।
ভোলায় ৩০ বছরের গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত হলে ঘোড়াশালের মত সার-কারখানা করা হবে। পাশাপাশি এল এম জি টার্মিনালের কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, ভোলায় সার-কারখানা হলে কোনো সার বিদেশ থেকে আনতে হবে না। এতে দেশের অর্থনীতিতে সাশ্রয় হবে এবং দেশের মানুষের কর্মসংস্থান হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ভোলার গ্যাসকে সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সাথে দেশের বিদ্যুৎ ও ইন্ডাস্ট্রি খাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে। এ জন্য ভোলায় আরও গ্যাসের অনুসন্ধান চালানো হবে এবং ভবিষ্যতে আরও ৯টি কূপসহ মোট ১৮টি কূপ খনন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভোলার গ্যাসভিত্তিক শিল্প কারখানার খবরে আনন্দিত এলাকাবাসী। দ্রুত এসব বাস্তবায়নের আহ্বান জানান তারা।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৭