বন্যায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে
(last modified Mon, 29 Aug 2016 12:30:22 GMT )
আগস্ট ২৯, ২০১৬ ১৮:৩০ Asia/Dhaka
  • বাংলাদেশের সাম্প্রতিক বন্যা
    বাংলাদেশের সাম্প্রতিক বন্যা

বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় দেশের ২০ জেলায় সোয়া ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক তথ্য প্রতিবেদনে একথা জানা গেছে। সরকারি হিসেবে বন্যায় সারা দেশে মারা গেছেন ৭৬ জন। এ সময় প্রায় ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালেয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) বন্যাদুর্গত ২০ জেলা থেকে ক্ষয়ক্ষতির এসব তথ্য সংগ্রহ করেছে। জেলা প্রশাসক, জেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার (ডিআরও) মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে গত মাসের (জুলাই) শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা দেখা দেয়। চলতি মাসের (আগস্ট) মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয় এ বন্যা।

প্রতিবেদন অনুযায়ী, বন্যার কারণে ২০ জেলার ৯৫ উপজেলা, ৫২৯ ইউনিয়ন ও ১৩টি পৌরসভায় ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লাখ ২৩ হাজার ১৯০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৯ লাখ ৯ হাজার ৬৯০টি। মোট পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৩২৮টি।

তবে কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বন্যায় ১৬ জেলায় আমন বীজতলা, শাকসবজি ও অন্যান্য ফসলসহ প্রায় সাড়ে ৭ লাখ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায় এবং এক লাখ ৫৮ হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওদিকে উজানে ফারাক্কা বাধের পানি নিয়ন্ত্রণ  কপাট খুলে দেবার কারণে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার পদ্মায় বিলীন হয়ে গেছে। এরইমধ্যে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজারও মানুষ। প্রায় পাঁচ শ’হেক্টর জমির রবিশস্য পানির নিচে চলে গেছে।

পদ্মা নদীর পানি রাজশাহী পয়েন্টে বিপদসীমা প্রায় ছুঁতে চলেছে। এরই মধ্যে মহানগরীর বুলনপুর এলাকায় অবস্থিত শহর রক্ষা ‘টি-বাঁধে ফাটল দেখা দিয়েছে।

রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান জানান, পদ্মার প্রবল স্রোতে নগরীর টি-বাঁধের উজান সাইডে নিচ থেকে কিছু ব্লক সরে গেছে। এতে সামান্য ফাটল দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষা করার চেষ্টা চলছে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু এখনও হয়নি বলে জানান তিনি।

রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি আজ সকাল পর্যন্ত  ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার  বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার ২ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

পদ্মার পানি বৃদ্ধির কারণে রাজশাহী নগরীর পার্শ্ববর্তী এলাকা ও  চরাঞ্চলসহ জেলার গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট এলাকার নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে হাজারও মানুষ।

গোদাগাড়ী চরে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। গত দুই দিনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৪০টি বাড়ি। হুমকির মুখে পড়েছে ৮ শতাধিক ঘরবাড়ি। রাজশাহীর বাঘায় গত দুই সপ্তাহের ব্যবধানে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৯

 

ট্যাগ