আগস্ট ০৯, ২০১৭ ১৩:০৩ Asia/Dhaka
  • আরও ৪ ফ্লাইট বাতিল, ৮ হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়া অনিশ্চিত

হজযাত্রী সংকটের কারণে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও চারটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিসা জটিলতা, সৌদি আরবের নতুন নিয়ম, হাজিদের বাড়ি ভাড়া ও হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনায় আরও ফ্লাইট বাতিলের আশঙ্কা প্রকাশ করেছে এয়ারলাইন্সগুলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে ঢাকা থেকে আজ বুধবারের দু'টি এবং চট্টগ্রাম থেকে আজ ও কাল বৃহস্পতিবারের দু'টি ফ্লাইট বাতিল করা হয়েছে।    

তিনি জানান, ভিসা জটিলতা, ই-টোকেন ও পাসপোর্ট জটিলতায় হজযাত্রী সংকট রয়েছে। এ কারণে আজ ঢাকা থেকে দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বিজি-৫০৪৫ ফ্লাইটটির আজ ভোর ৫টায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকাল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া চট্টগ্রাম থেকে আজকের একটি এবং আগামীকালের একটি হজ ফ্লাইট বাতিল করার কথাও জানান তিনি। 
এখন পর্যন্ত মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেন বিমানের জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা। 

এদিকে, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের যোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, বাংলাদেশ বিমানের (বিজি-১০৫২) ফ্লাইটটিতে ৪১৯ জন হজযাত্রী ছিলেন। সকাল সাড়ে ৯টায় শাহ আমানতে বিমানটি আসার কথা ছিল। কিন্তু রাতেই তাঁদের জানানো হয়, ওই ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

 তবে, ভিসা জটিলতার কারণে এ বছর প্রায় আট হাজার বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়েছে। অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।

এদিকে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব এজেন্সি বৃহস্পতিবারের (১০ আগস্ট) মধ্যে হজযাত্রীদের ভিসার আবেদন করবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের অভিযুক্ত ৪৮ হজ এজেন্সিকে ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব  শাহাদাত হোসাইন তসলিম বলেন, তিনি বয়স্ক মানুষ, অনেক কথাই বলতে পারেন। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি। হাবের পক্ষ থেকেও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। #

পার্সটুডে/এআর/৮

 

ট্যাগ