ব্যাংকে চুরির ঘটনা খুঁজে বের করাই প্রথম কাজ: ফজলে কবির
https://parstoday.ir/bn/news/bangladesh-i4582
১৭ মার্চ (রেডিও তেহরান): কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা তদন্ত করে খুঁজে বের করাই হবে প্রথম ও প্রধান কাজ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। রিজার্ভের অর্থ চুরির ক্ষতি পোষানোর চেষ্টার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিষ্ঠার সঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০১৬ ১১:৫৮ Asia/Dhaka
  •  বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির
    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির

১৭ মার্চ (রেডিও তেহরান): কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা তদন্ত করে খুঁজে বের করাই হবে প্রথম ও প্রধান কাজ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। রিজার্ভের অর্থ চুরির ক্ষতি পোষানোর চেষ্টার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিষ্ঠার সঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) ভোরে আমেরিকা থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাবেক অর্থ সচিব ফজলে কবির, এতোদিন সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দেশে ফিরে তার নতুন দায়িত্ব বুঝে নেয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, এ গুরুত্বপূর্ণ দায়িত্ব, এ দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”

গভর্নর হিসেবে প্রথম মিশন কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে ফজলে কবির বলেন, “প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যে বিষয়টি রয়েছে.. সম্প্রতি যে বিষয়টি হয়েছে সেটি...।”

তিনি বলেন, “সম্প্রতি এ বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের রিপোর্ট আসলে ড্যামেজ রিপেয়ার করার দরকার হলে তা করা হবে। এ ছাড়া এ ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে।”

অর্থ চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কারো সঙ্গে কথা হয়নি বলে জানান নতুন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ডলারের বেশি অর্থ লোপাট হয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে মঙ্গলবার গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। ওইদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার চার বছরের জন্য চুক্তিতে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।#

রেডিও তেহরান/আশরাফুর রহমান/১৭