মে ২৭, ২০১৮ ১৭:৫৬ Asia/Dhaka
  • বাংলাদেশে হজ ভিসা প্রক্রিয়া শুরু, প্রথম ফ্লাইট ১৪ জুলাই

বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ গমনেচ্ছুদের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে। হজ সংক্রন্ত  অন্যান্য কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  পূর্ব ঘোষণা অনুযায়ী মক্কায় পবিত্র হজ গমনেচ্ছুদের ফ্লাইট চলতি বছরের ১৪ জুলাই থেকেই শুরু হবে। 

এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে। এজেন্সিগুলো যারা ভালোমানের সেবা দেবে এবার তাদের পুরস্কৃত করবে সরকার।

সৌদি আরব সরকার এবার হজযাত্রীদের জন্য ই-ভিসা চালু করেছে। এই ভিসা পাসপোর্টের সঙ্গে লাগানো থাকবে না। কাগজে প্রিন্ট করে দেবে। ফলে হজযাত্রীদের এটি আলাদাভাবে  সংরক্ষণ করতে হবে। আগে পাসপোর্টের সঙ্গে ভিসা লাগানো থাকতো বলে আলাদা করে ভিসা সংরক্ষণের প্রয়োজন হতো না।

এবার ই-ভিসা ও পাসপোর্ট বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কাউন্টারে দেখাতে হবে। ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল মারার পর তা যত্ন করে যাত্রীর কাছে রাখতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাজাহান কামাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাজাহান কামাল জানিয়েছেন, কোনো রকম ভোগান্তি যাতে না হয়, তাই এবার আগে-আগেই সব কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন।

এদিকে, ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজের ওয়েবসাইটে (www.hajj.gov.bd) হজযাত্রী অনুসন্ধান বাটনে ১০ সংখ্যার ট্র্যাকিং নম্বর (যেমন N11709 F1 E2 C) অথবা পাসপোর্ট নম্বর (যেমন BF 0014822) লিখে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসাসহ অন্যান্য তথ্য জানা যাবে। একই সঙ্গে সেখানে দেখা যাবে ব্যক্তির দলভুক্ত কারা আছেন। এসব বিষয়ে  ব্যক্তিগত তথ্যের সঙ্গে এজেন্সির দেওয়া তথ্যের মিল আছে কি না তা যাচাই করা যাবে। এবার জাতীয় পতাকাখচিত নির্দিষ্ট সাইজের পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে।

সরকারি বা বেসরকারি যে ব্যবস্থাপনাই নিবন্ধন করা হোক  না কেন হজ গমনেচ্ছু ব্যক্তির নিবন্ধন সনদ সংরক্ষণ, পিলগ্রিম আইডি নিশ্চিত করা, ভিসা নিশ্চিত করা, বিমান টিকিট ও ফ্লাইটের তারিখ নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখতে হবেতাদেরকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যেই মেডিক্যাল চেক-আপ এবং প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হবে#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭

 

ট্যাগ