এবার ঢাকার মানহানির মামলায় ৬ মাসের জামিন পেলেন খালেদা জিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i63508
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়ার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০১৮ ১২:৩০ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়ার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান (আসলাম)।

২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। 

মামলায় বলা হয়, ‘২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা ওই বক্তব্য দেন। ‘খালেদা জিয়ার ওই বক্তব্য পরদিন বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। যেহেতু ওই বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ করে ও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে, যা দণ্ডবিধি ৫০০ ধারার অপরাধ।’

এ মামলায় গত ৭ আগস্ট খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করেছিলেন বিচারিক আদালত। আদেশে আদালত বলেছেন, ‘আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে। তিনি এখনও এ মামলায় গ্রেফতার  হননি। এমতাবস্থায় উল্লিখিত আসামির পক্ষ জামিন শুনানির আবেদনটি রক্ষণীয় নয় বিধায় নামঞ্জুর করা হলো।’ 

এদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে নড়াইলের আদালতে দায়ের করা একটি মামলায় গতকাল খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট 

গত ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে বেগম জিয়া বর্তমানে ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। সে মামলায় উচ্চ আদালতে আপিল করে জামিন পেলেও দেশের বিভিন্ন জেলায় আরো কয়েকটি মামলা চালু থাকার কারণে তার মুক্তি মিলছে না।

বেগম জিয়ার আইনজীবীরা বলেছেন, জামিনযোগ্য এসব মামলায় নিম্ন আদালত জামিনের আবেদন ফয়সালা করতে নানা আইনি মারপ্যাঁচে বিলম্ব করে শেষ পর্যন্ত জামিন নামঞ্জুর করেছে। এরপর উচ্চ আদালতে আপিল করে তারিখের পর তারিখ ঘুরে জামিন পেলেও সরকারি পক্ষ থেকে বিরোধিতা করে জামিন আটকে দিচ্ছে। এভাবে  চরকি ঘোরা করে গত ছয় মাসেরও বেশী সময় পার হলেও বেগম জিয়ার মুক্তি মিলছে না।

সরকার বেগম জিয়ার মুক্তি বিলম্বিত করার জন্যই এসব আইনি জটিলতা সৃষ্টি করছে বলে তাঁর আইনজীবীরা অভিযোগ করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৪