এপ্রিল ৩০, ২০১৯ ২৩:৫৬ Asia/Dhaka
  • জাতীয় সংসদে শেখ হাসিনা (ফাইল ফটো)
    জাতীয় সংসদে শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেয়ারবাজার নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই, বাজার স্থিতিশীল রাখার ব্যবস্থা নিচ্ছে সরকার।আজ (মঙ্গলবার) রাতে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এই শেয়ারবাজার নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে অতীতে। এটা যাতে স্থিতিশীল থাকে তার জন্য অনেক ব্যবস্থা আমরা নিয়েছি। কেউ যদি কোনো রকম গেম খেলতে চায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। তবে এটাও আমি বলব, এটাও তো একটা জুয়া খেলার মতো। আপনি দিলেন, ওটা ভালোও হতে পারে, তবে যারা যাবেন তারা ওটা বিবেচনা করে যাবেন। কোন কোম্পানির শেয়ার কিনছেন সে কোম্পানির প্রকৃত অবস্থাটা কী, সে কোম্পানিতে কিনলে লাভ হবে কি না- এটা কিন্তু তার বিষয়।’

আওয়ামী লীগ এলেই শেয়ারবাজারে ধস: হারুন

এর আগে শেয়ারবাজারে ধস নিয়ে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন সদ্য শপথ নেয়া বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই শেয়ারবাজারে ধস নামে। ১৯৯৬ সালে বিনিয়োগকারীরা রাস্তায় নামে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার সেই ঘটনা ঘটে। সম্প্রতি আবারও শেয়ারবাজারে ভয়াবহ ধস নেমেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমানে বড় একটি সংকটের মধ্যে রয়েছে ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান। শেয়ারবাজারে ভয়াবহ ধস নেমেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এই ধস নামে।’

শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ায় শেয়ারবাজারে ধস নেমেছে বলে মনে করেন বিএনপির এই এমপি। বিনিয়োগকারীদের রক্ষা করতে শেয়ারবাজারের ধস ঠেকাতে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ব্যাংকের করুণ অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমার এলাকায় ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। বলে ঢাকা থেকে টাকা আসছে।’

আগামী বাজেট অধিবেশনের আগেই শেয়ারবাজারের ধস ঠেকাতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

টানা দরপতনের পর ওই সব পদক্ষেপের মধ্যে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট। আগের দিন বড় দরপতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ফিরে গিয়েছিল ২৭ মাস আগের অবস্থানে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

ট্যাগ