কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ
(last modified Mon, 18 Apr 2016 05:17:47 GMT )
এপ্রিল ১৮, ২০১৬ ১১:১৭ Asia/Dhaka
  • কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুর্গম মোল্লার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোনছের আলী (৪০) বামনের চর এলাকার মৃত ছোরমান আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোল্লার চর ক্যাম্পের কোম্পানি ক্যাম্প কমান্ডার জানান, গত রাত ১০টার দিকে রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তের ১০৬২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যান বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোনছের আলী।

এ সময় সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা মোনছের আলীকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর সেখান থেকে লাশটি নিয়ে যায় রৌমারী থানা পুলিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, মোনছের আলীর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোল্লার চর ক্যাম্পের পক্ষ বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে, বিএসএফ এখনো চিঠির কোনো জবাব দেয়নি বলে বিজিবি জানিয়েছে।

এর আগে ১ মার্চ মঙ্গলবার রাতে ভারতের চাঁদনিচক এলাকায় বিএসএফের গুলিতে বেনজির আহম্মেদ নামে বাংলাদেশি এক যুবক নিহত হন। পরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ।# (আশরাফুর রহমান)

ট্যাগ