বিএসএফের হাতে ১০ বছরে ২৯৪ বাংলাদেশি নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 11 Jul 2019 14:00:20 GMT )
জুলাই ১১, ২০১৯ ২০:০০ Asia/Dhaka
  • আসাদুজ্জামান খাঁন কামাল
    আসাদুজ্জামান খাঁন কামাল

২০০৯ থেকে ২০১৮ সাল- এই ১০ বছরে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ২৯৪ জন বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তবে আগের তুলনায় সীমান্তে হত্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, সীমান্তে ২০০৯ সালে ৬৬ জন, ২০১০ সালে ৫৫ জন, ২০১১ সালে ২৪ জন, ২০১২ সালে ২৪ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে ৩ জন হত্যার শিকার হয়েছে।

তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সীমান্তে হত্যা কমে আসছে। ২০০৯ সালে যেখানে হত্যা করা হয়েছিল ৬৬ জন, ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ৩ জনে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়ে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং সরকার কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিএসএফ একমত পোষণ করে আসছে বলেও জানান তিনি।

বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি (ফাইল ফটো)

এর আগে, গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে সীমান্ত হত্যাকাণ্ড বেশি হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ প্রধান রজনীকান্ত মিশ্র উদ্বেগ প্রকাশ করেছেন।  গত ১২ জুন ঢাকায়  পিলখান  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ’র প্রধান পর্যায়ের ৪৮তম সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন বিএসএফ প্রধান।  

তবে, এগুলো হত্যাকাণ্ড নয়, অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলেও মন্তব্য করেন বিএসএফ প্রধান রজনীকান্ত মিশ্র। সীমান্তে কেন হত্যাকাণ্ড ঘটছে, তাও খুঁজে বের করার অনুরোধ জানিয়ে তিনি  সীমান্ত হত্যা বন্ধের জন্য দুই দেশের সীমান্ত বাহিনীর যৌথ টহলের ব্যবস্থা করার আহবান জানান। 

সীমান্ত হত্যার বিষয়ে বিএসএফ প্রধানের আরো বলেছেন, বিএসএফ যাতে প্রথমেই আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে, সে বিষয়ে নির্দেশও দেওয়া রয়েছে।

সর্বশেষ হত্যা

ওদিকে আজকেও চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি এই খবর দিলেও বিজিবি জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

জেলার শিবগঞ্জ উপজেলা দুর্লোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, “বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন দোভাগী গ্রামের আসাদুর রহমানের ছেলে রয়েল রহমান ও মনোহরপুর হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন পটল।

তাছাড়া, যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠে এ ঘটনা ঘটে। আহত ইসরাফিল ইসলাম (৩০) বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নূর ইসলামের ছেলে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১

 

ট্যাগ