গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে: আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i73982
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল সদস্য মোঃ হুমায়ুন কবির, ড. মোঃ নাজমুল হকের পরে আরও এক সহকারী প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম পদত্যাগ করেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১৬:১২ Asia/Dhaka
  • ড. মোঃ তরিকুল ইসলাম
    ড. মোঃ তরিকুল ইসলাম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল সদস্য মোঃ হুমায়ুন কবির, ড. মোঃ নাজমুল হকের পরে আরও এক সহকারী প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম পদত্যাগ করেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করলেন।

প্রশাসন বিরোধী অহিংস আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা  ইত্যাদি কারণ উল্লেখ করে তিনি আজ (বৃহস্পতিবার) রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।

এ বিষয়ে ড. মোঃ তরিকুল ইসলাম বলেন, 'যে প্রশাসন আমার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, সেই প্রশাসনে আমি থাকতে চাই না।'

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, 'পদত্যাগ পত্রটি আমি গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।'

ওদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,  সাংবাদিকরা এসব সংবাদ প্রচার না করলে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন দু’ ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেছেন, শিক্ষার্থীরা আন্দোলনের নামে রাতভর অপকর্ম করে বেড়াচ্ছে, ক্যাম্পাসে অছাত্র এসে রাত কাটাচ্ছে।

শিক্ষার্থীদের ঝাড়ুমিছিল

এ বিষয়ে আন্দোলনকারী ছাত্ররা বলেছে, ভিসির দুর্নীতির চিত্র এবং মুখোশ আজ সমগ্র বাংলাদেশে উন্মোচিত হয়ে গেছে। এখন অহেতুক আন্দোলনকারীদের দোষারোপের অপচেষ্টা করছেন। তাছাড়া ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকরাও আইডি কার্ড ছাড়া এলে বাইরে দাঁড়িয়ে থাকছেন।

ভিসির এই বক্তব্য প্রকাশের পর ক্যাম্পাসে ঝাড়ু মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বর্তমান ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ বা বিদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন