বিএসএফ সদস্য নিহতের ঘটনায় আমরা মর্মাহত: আসাদুজ্জামান খাঁন
(last modified Fri, 18 Oct 2019 09:09:34 GMT )
অক্টোবর ১৮, ২০১৯ ১৫:০৯ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন আসাদুজ্জামান খাঁন কামাল
    বক্তব্য রাখছেন আসাদুজ্জামান খাঁন কামাল

বাংলাদেশের রাজশাহীর চারঘাটে সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যকার গোলাগুলিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, বিজিবি ও বিএসএসের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টে আমরা সবাই মর্মাহত।’

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ‘শেখ রাসেল আমার আবেগ, আমার ভালোবাসা’ নামক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, আমাদের মৎস্য ধরার জন্য একটি নিষেধাজ্ঞা রয়েছে। সে সময়টি অতিবাহিত হচ্ছে। বিজিবি ও মৎস্য অধিদপ্তর যৌথ টহল দিচ্ছিল। সে সময় তাঁরা দেখতে পেয়েছেন, একটি নৌকায় করে কিছু সংখ্যক জেলে মাছ ধরছে। তাদের চ্যালেঞ্জ করলে জানা গেল, তারা ভারতীয় জেলে। তাদের যখন আটক করা হয়েছিল, তখন বিএসএফ এ খবর পায়। তারপর বিএসএফের লোকজন এখানে চলে আসে। এবং সেখানেই একটি ভুল বোঝাবুঝি হয়। বিজিবির কাছ থেকে আমরা যা শুনেছি সেটা হলো, তারা ফ্ল্যাগ মিটিংয়ের অপেক্ষা না করে জোর করে চলে যাচ্ছিল। ওই সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক ভারতীয় বিএসএফের সদস্য নিহত হন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিজিবির মহাপরিচালক ও বিএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা চলছে। আমরা মনে করি, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা দুই দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে শেষ হবে।’

নিহত বিএসএফ জওয়ান বিজয় ভান সিংহ

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কিছুদিন আগে র‍্যাব সদস্যরা নিয়মিত টহল দিতে গিয়ে ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে গিয়েছিল। বিএসএফের লোকজন র‍্যাব সদস্যদের চোখ বেঁধে আহত অবস্থায় আমাদের কাছে ফেরত দেয়।’

প্রসঙ্গত, রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বেআইনিভাবে পদ্মা নদীতে ভারতীয় জেলেদের ইলিশ শিকারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশের রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে পদ্মার মোহনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগে গুলি ছুড়েছিল বলে জানিয়েছে বিজিবি। বিএসএফের গুলির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে গুলি করে বিজিবি। পরে এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে জানা গেছে, গোলাগুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জিরো পয়েন্টে বিজিবি’র গুলিতে নিহত বিএসএফ সদস্যদের নাম বিজয় ভান সিংহ, তিনি হেড কনস্টেবল ছিলেন। ওই ঘটনায় রাজবীর সিং যাদব নামে অন্য এক জওয়ান হাতে গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ