সোলাইমানি হত্যার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ: নেতাদের প্রতিক্রিয়া
(last modified Sun, 05 Jan 2020 09:46:30 GMT )
জানুয়ারি ০৫, ২০২০ ১৫:৪৬ Asia/Dhaka

শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলায় ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে বাম রাজনৈতিক জোট বিক্ষোভ করেছে।

সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি বা পিএমইউ'র সেকেন্ডে ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসও নিহত হয়েছেন। বিমান হামলার ঘটনায় তাদের সাথে আরও ৮ জন নিহত হয়। মার্কিন বিমান হামলার ঐ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার  বাংলাদেশের রাজধানী ঢাকায়  বিক্ষোভ করেছে বাম রাজনৈতিক জোট ।

এসময় বাম নেতারা যুদ্ধবাজ মার্কিন প্রশাসনকে অভিযুক্ত করে বলেন, তারা বিশ্বের দেশে-দেশে  যুদ্ধ ও  হামলা  চালিয়ে প্রতিদিন মানুষ হত্যা করছে। এদের বিরুদ্ধে আজ বিশ্ব জনমত ফুঁসে উঠেছে।

এসময় বাসদ মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক প্রবীণ কম্যুনিস্ট নেতা মজিবুল হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ এবং  শ্রমজীবী মানুষ এ ন্যাকারজনক হামলার নিন্দা জানায়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বাম গণতান্ত্রিক দলের নেতা কমরেড নজরুল ইসলাম বলেন, বিশ্বের জনতার দুশমন মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তাদের দালালেরা হাত মিলিয়েছে। সৌদি আরব বাংলাদেশ ও ভারতের মত সরকার আজ বিশ্ব জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে আরও বক্তব্য  রাখেন  বিপ্লবী ওয়ার্কার্স পার্টীর সাধারণ সম্পাদক  সাইফুল  হক  এবং  বাম নেতা হামিদুল হক। প্রতিবাদ সমাবেশে  মার্কিন বিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন জোটের নেতা কর্মীরা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৫

 

 

 

 

 

ট্যাগ