কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আহত ১৩, বন্দুকযুদ্ধে নিহত ১
(last modified Tue, 04 Feb 2020 06:41:28 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ১২:৪১ Asia/Dhaka
  • রোহিঙ্গা ক্যাম্প
    রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গতরাতে সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯), বশির আহমেদ (৩২), আবুল হোসেন (২২), মো. হোসেন (২৩), মো. হাসান, আব্দুল গনি (২৪), জুবায়ের (১৮), জিয়াদুল (১২), ফারুক(৮)। তাৎক্ষণিক বাকিদের নাম জানা যায়নি। 

কয়েকজন রোহিঙ্গা জানান, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের কাপড় ব্যবসায়ী নুর নবী’র কাছে চাঁদা দাবি করে রোহিঙ্গা ডাকাত জকির ও আমান উল্লাহসহ একদল সশস্ত্র বাহিনী। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্রায় অর্ধশতাধিক গুলি বর্ষণ করে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় নুর নবীসহ ১৩ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্য থেকে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। বাকি ৪ জন গণস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। রোহিঙ্গাদের আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।

রোহিঙ্গা নেতা মো. কামাল বলেন, ‘কাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। এমনিতেই সশস্ত্র গ্রুপের কারণে আমরা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে থাকি।’ একাধিক সূত্রের দাবি, নয়াপাড়া রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী ও জাদিমোরা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। তাদের মধ্যে, মাদক, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে থাকে।

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

এদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইলিয়াছ প্রকাশ (৪০)। সোমবার দিবাগত রাত ১টার দিকে মুছনী রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ইলিয়াস ডাকাত দলের সদস্য। তিনি টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ানশুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সোমবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়। এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। তাকে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মো. আব্দুল নাসির (২৮) নামে এক রোহিঙ্গা ‘মাদক কারবারি’ নিহত হওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

নিহত নাসির উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের (ইস্ট) বি-২৬ নম্বর ব্লকের বাসিন্দা মো. জাকেরের ছেলে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/৪